নিজের নাম বদলে নিলেন আফগান অধিনায়ক

1533233388764
Vinkmag ad

অনেকটা রক্তক্ষয়ী যু-দ্ধের পর নতুন আফগানিস্তানের যাত্রা শুরু সবেমাত্র। এরই মধ্যে ক্রিকেটে তাদের অগ্রগতি সবার নজরে এসেছে। কিন্তু যু-দ্ধ বি-ধ্ব-স্ত আফগানিস্তানের একটি প্রধান সমস্যা জাতীয় পরিচয়। কারণ প্রতিনিয়ত অনিশ্চয়তা আর সংকটের মধ্য দিয়ে যাওয়া আফগানরা নিজেদের অস্তিত্ব সমুন্নত রাখতে প্রতিনিয়ত যু-দ্ধ করে যাচ্ছে। এবার নিজেদের অস্তিত্ব রক্ষায় আফগানিস্তান ক্রিকেট দলের অধিনায়ক আসগর স্ট্যানিকজায় নিজেই বদলে ফেললেন নিজের নাম।

1533233417558

আফগানদের রোজ ঘুম ভাঙ্গে বো-মার শব্দে। স-ন্ত্রা-স, জাতিগত দা-ঙ্গা আর বিদেশি আগ্রাসনে টেস্ট ক্রিকেটের নতুন এই দেশটি জাতীয় পরিচয় সংকটের মুখে। নানা সংকটা থাকা সত্ত্বেও কিছু দূরন্ত অকুতোভয় মানুষ আফগানিস্তানের নামটি বিশ্বের দরবারে পৌছে দিচ্ছে। আর সেই দলের পতাকা বাহক আফগান ক্রিকেট দলের অধিনায়ক আসগর স্ট্যানিকজায়। এবার তিনি পাল্টে নিলেন নিজের নাম। তার চাওয়া, নামের মাধ্যমে তাদের জাতীয়বোধ ধারণ করা, আর সেটা বিশ্বের কাছে পৌছে দেওয়া। আর তাইতো নিজের নাম পাল্টে রাখলেন ‘আসগর আফগান।’      

আজ আফগানিস্তান ক্রিকেট বোর্ড তাদের অফিসিয়াল  টুইটার পেজে অধিনায়ক আসগরের নাম পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করে। টুইটারে টুইট করে বলা হয়েছে,

‘আফগান নাগরিকদের জাতীয় পরিচয় সমুন্নত করার জন্যই জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক আসগর স্টানিকজাই নিজের নাম পরিবর্তন করে রেখেছেন, আসগর আফগান। এটা অফিসিয়াল। কারণ, আসগর স্টানিকজাই নিজের ইলেক্ট্রনিক আইডি কার্ডে পরিবর্তন করে লিখেছেন আসগর আফগান।’

যু-দ্ধ বি-ধ্ব-স্ত আফিগানিস্তানের অনেক মানুষ এখনো শরনার্থী শিবিরে বেড়ে উঠছে। দেশের সকল সুযোগ-সুবিধা থেকে তারা বঞ্চিত। তাদের কাছে তথা সারা বিশ্বে বসবাসরত আফগানদের কাছে জাতীয়তাবোধ পৌছে দিতে আসগরের এই অভিনব উদ্যোগ।

৯৭ ডেস্ক

Read Previous

‘দলে একজন আন্দ্রে রাসেলের অভাব’

Read Next

কোহলি ফিরলেন রাজার মতোই

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share