ভবিষ্যত বাংলাদেশের জন্য প্রস্তুত হচ্ছেন মাহদি!

2018 07 18 13 06 16
Vinkmag ad

বাংলাদেশের টেস্ট ক্রিকেটের প্রথম সেঞ্চুরিয়ান তিনি, যার নেতৃত্বে ১৯৯৯ বিশ্বকাপে শক্তিশালী পাকিস্তান ও স্কটল্যান্ডের  বিপক্ষে জয় পায় বাংলাদেশ। বাংলাদেশের হয়ে এমন অসাধারণ কিছু অর্জন আছে আমিনুল ইসলাম বুলবুলের ক্যারিয়ারে। তিনি এখন আইসিসির ক্রিকেট ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে কর্মরত আছেন অস্ট্রেলিয়ায়। এবার তারই ছোট ছেলে মাহদি ইসলাম সুযোগ পেয়েছেন অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৫ দলের হয়ে বিশ্বকাপ খেলার। তবে বুলবুলের ইচ্ছা, যদি সুযোগ দেওয়া হয় তাহলে বাংলাদেশের জার্সি গায়ে দেখা যেতে পারে মাহদিকে।

12 30 49 মাহদি সুযোগ পেলে বাংলাদেশের হয়ে খেলবে
পরিবারের সাথে মাহদি, ছবিঃ সংগৃহীত

আগামী ২৬ সেপ্টেম্বর থেকে নিউজিল্যান্ডে যে বিশ্বকাপ অনূর্ধ্ব-১৫ ইনডোর চ্যাম্পিয়নশিপ হতে যাচ্ছে সেখানে অস্ট্রেলিয়া দলের প্রতিনিধিত্ব করবেন আমিনুল ইসলাম বুলবুলের ছোট ছেলে মাহদি ইসলাম। মাহদি অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্য দলের হয়ে অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৫ ইনডোর ক্রিকেট চ্যাম্পিয়নশীপের শিরোপা জিতেন, আর সেখানে তার পারফরম্যান্স নির্বাচকদের নজরে আসে।

ছেলের এমন সাফল্যের খবর শোনার পর থেকেই বুলবুল বেশ উচ্ছ্বসিত। ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে  তার নিজের আছে বেশ কিছু অর্জন। মাহদিও হাটছেন সে পথে। যদিও মাহদি অন্য দেশের হয়ে খেলার সুযোগ পেয়েছেন। আর অস্ট্রেলিয়া দলে ঢুকতে তার প্রতিভার প্রমাণ দিয়েই ঢুকতে হয়েছে। যদিও আমিনুলের ইচ্ছা মাহদি একদিন লাল-সবুজের জার্সি গায়ে মাঠ কাঁপাবেন। তিনি বলেন,

“মাহদি অস্ট্রেলিয়ার হয়ে খেলছে, এটা ভীষণ আনন্দের। সুযোগ পেলে সে একদিন বাংলাদেশের হয়েও খেলবে।”

বুলবুল আইসিসির ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে কাজ করছেন বিভিন্ন সহযোগী দেশগুলোতে।  কিন্তু তার প্রতিভার মূল্যায়ন এদেশের ক্রিকেটের নীতিনির্ধারকদের কাছে নাই। তবে এসব নিয়ে তার কোন আক্ষেপ নেই। এখনো তুলে রাখা লাল-সবুজ জার্সিটাকে খুব ভালবাসেন। তাই ছেলের সুযোগকে একটু এগিয়ে রাখছেন তিনি। কারণ মাহদিও ইচ্ছা দেশের হয়ে খেলা। আর সেভাবেই তাকে প্রস্তুত করছেন।    

বুলবুল বলেন, ‘’দেশ ও ক্রিকেটের প্রতি মাহদির ভালবাসা আমার থেকেও বেশি।ওর খেলা দেখে আমার কৈশোরের কথা মনে পড়ে যায়। ওর সাফল্যই আমার একমাত্র চাওয়া।”

ক্রিকেটার হিসেবে মাহদি দারুণ এক  অলরাউন্ডার। টপ অর্ডারে ব্যাটিংয়ের পাশাপাশি তার মিডিয়াম পেস দলের জন্য খুবই কার্যকর। নিজেকে এক পরিপূর্ণ পেস বোলিং অলরাউন্ডার হিসেবে প্রস্তুত করছেন মাহদি।

অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৫ দল : মাহদি ইসলাম, রেইলি মার্ক, ক্যাম্পবেল করিগ্যান, স্যাম ওয়েটেরিং, জ্যাকব ভারস্টেগান, জাই লেমিরে, ডেক্লান ম্যাককম্ব, থমাস আইসন, তাহজ জনস্টন, , এথান ফিটজপ্যাট্রিক, জর্ডান হেসলিন, টম কোয়াডে।

৯৭ ডেস্ক

Read Previous

রুটের ব্যাক টু ব্যাক সেঞ্চুরিতে ইংল্যান্ডের সিরিজ জয়

Read Next

হেডিংলিতেই অবসরের ইঙ্গিত দিলেন ধোনি?

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share