

পাকিস্তানের ওপেনার আহমেদ শেহজাদ ডোপ টেস্টে উতরে যেতে ব্যর্থ হয়েছেন। এর ফলে অন্তত তিন মাসের জন্য নিষিদ্ধ হতে পারেন শেহজাদ। পাকিস্তানের ৫ ঘরোয়া দলের লড়াই পাকিস্তান কাপে খেলার সময় ডোপ টেস্ট করা হয়েছিল আহমেদ শেহজাদের। যার ফলাফলে ভাল কিছু আসেনি তাঁর জন্য।
এবারের পাকিস্তান কাপ চলেছে এপ্রিলের ১৯ তারিখ থেকে পহেলা মে পর্যন্ত। যেখানে ২৬ বছর বয়সী আহমেদ শেহজাদ দারুণ খেলেছেন। ৭৪.৪০ গড়ে তিন ফিফটি ও ১ সেঞ্চুরিতে ৩৭২ রান করেন তিনি।
গতকাল (২০ জুন) পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অফিশিয়াল টুইটারে জানানো হয়, ‘ একজন ক্রিকেটার নিষিদ্ধ দ্রব্য গ্রহণে পজিটিভ প্রমাণিত হয়েছেন। কিন্তু আইসিসির নিয়ম নীতির কারণে পিসিবি তাঁর নাম এখনই প্রকাশ করতে পারছে না, যতক্ষণ না কেমিক্যাল রিপোর্ট পাকিস্তান সরকারের অ্যান্টি ডোপ এজেন্সি থেকে নিশ্চিত করা হচ্ছে। আমরা এক-দুই দিনের মধ্যেই সেখান থেকে উত্তর পেয়ে যাব।’
A player has reportedly tested positive for a prohibited substance. But under ICC rules PCB cannot name the player or chargesheet him until the chemical report is CONFIRMED by the Anti-Dope Agency of the government. We should have an answer in a day or two.
— PCB Media (@TheRealPCBMedia) June 20, 2018
পিসিবি আহমেদ শেহজাদের নাম প্রকাশ না করলেও বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রের বরাত দিয়ে নিশ্চিত করেছে ক্রিকেটারটি আহমেদ শেহজাদই। এবারই প্রথম মন্দ কাজে খবরের শিরোনাম হলেন না শেহজাদ। এর আগে ২০১৬ ওয়ার্ল্ড টি-টোয়েন্টির সময় তৎকালীন হেড কোচ ওয়াকার ইউনিস পিসিবিকে আহমেদ শেহজাদ ও উমর আকমলকে দল থেকে বাদ দিতে সুপারিশ করেছিলেন।
উইন্ডিজ সফরে সাইড বেঞ্চ গরম করে সদ্য সমাপ্ত স্কটল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তান একাদশে সুযোগ পেয়েছিলেন শেহজাদ। সেখানে দারুণ কিছু করতে ব্যর্থ হন শেহজাদ। ২ টি-টোয়েন্টিতে করেন ৩৮ রান।
টি-টোয়েন্টিতে সুযোগ মিললেও ওয়ানডে ও টেস্টে আহমেদ শেহজাদ দীর্ঘদিন আলোচনার বাইরে। উইন্ডিজদের বিপক্ষে গেলবছরের এপ্রিলে খেলেছেন শেষ টেস্ট। আবুধাবিতে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডে খেলেছেন গেলবছরের অক্টোবরে।
২০০৯ সালে পাকিস্তানের হয়ে খেলতে শুরু করা আহমেদ শেহজাদ এখন অব্দি ১৩ টেস্ট, ৮১ ওয়ানডে ও ৫৭ টি-টোয়েন্টি খেলেছেন। টেস্টে ৪০.৯১ গড়ে করেছেন ৯৮২ রান, ওয়ানডেতে ৩২.৫৬ গড়ে ২৬০৫ রান। টি-টোয়েন্টিতে ১১৫.৬৭ স্ট্রাইক রেটে ১৪৫৪ রান করেছেন শেহজাদ। তিন ফরম্যাটেই সেঞ্চুরি করা একমাত্র পাকিস্তানি তিনিই।