বিজয়ের ব্যাটে বিজয়ী গাজী গ্রুপ ক্রিকেটার্স

18360629 1501856896552116 2058436475 n
Vinkmag ad

18337427 1501856953218777 466588424 n

শনিবার বিকেএসপির তিন নাম্বার মাঠে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচে মুখোমুখি হয়েছিল গাজী গ্রুপ ক্রিকেটার্স এবং ব্রাদার্স ইউনিয়ন। ম্যাচে এনামুল হক বিজয়ের শতক ছুঁই ছুঁই ইনিংসে (৯৩) ব্রাদার্সকে ১০ রানে পরাজিত করেছে গাজী ক্রিকেটার্স। 

টস জিতে ব্রাদার্স কাপ্তান অলক কাপালি ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান গাজী অধিনায়ক নাদিফ চৌধুরীকে। ব্যাটিংয়ে নেমে দ্রুত দুই উইকেট হারিয়ে বসা গাজী গ্রুপ ক্রিকেটার্সের ইনিংস মেরামতের দায়িত্বটা এরপর কাঁধে  তুলে নেন অভিজ্ঞ এনামুল হক বিজয়। মিডল অর্ডারে সোহরাওয়ার্দী শুভ আর নাদিফের সঙ্গে জুটি গড়ে নিজেও এগোচ্ছিলেন শতকের পথে।

৪৪ বলে অর্ধশতক পূরণ করা এনামুল অবশ্য শেষ পর্যন্ত পারেননি শতরান করতে। পরের ৫৩ বলে ৪৩ রান করা বিজয় আবারো নার্ভাস নাইন্টিজের শিকার ৯৩ রান করে ফেরেন সাজঘরে। ৯৭ বলে ৫ চার আর ৪ ছয়ে আজকের এই ইনিংস নিয়ে এবারের ডিপিএলে এনামুল হকের মোট রান গিয়ে দাঁড়ালো ৩৬৭ তে, ৪ অর্ধশতক আর গড়টা ৫২.৪২।

এনামুল হকের পাশাপাশি সোহরাওয়ার্দী শুভর ব্যাট থেকে আসা ৪১ আর দলপতি নাদিফ চৌধুরীর ৩৩ রানে ব্রাদার্স ইউনিয়নকে ২৩৭ রানের লক্ষ্যমাত্রা ছুঁড়ে দেয় গাজী গ্রুপ ক্রিকেটার্স। ব্রাদার্স অধিনায়ক অলক কাপালি এবং সাদ্দাম শিকার করেন সমান তিন উইকেট।

ব্যাট করতে নেমে ব্রাদার্সও জবাব দিচ্ছিল সমান তালে। বল হাতে সামনে নেতৃত্ব দেয়া দলনায়ক অলক কাপালি ব্যাট হাতেও ছিলেন এদিন সফল। তবে ১ রানের জন্য অর্ধশতক না পাওয়া কাপালি ফেরেন ৪৯ রানে। ভারতীয় মানভিন্দর বিসলা করেন দলের হয়ে সর্বোচ্চ ৫৬ রান। ৯৫ বলে এই ইনিংস খেলতে বিসলা চার হাঁকান ৩টি।

একটা পর্যায়ে ব্রাদার্সের জয়ের সমূহ সম্ভাবনা দেখে দিলেও আবু হায়দার রনির ৪ উইকেট শিকারে ১০ রানে পরাজিত হতে হয় দলটিকে। এছাড়া মেহেদী হাসান এবং শাহজাদা হোসাইন তুলে নেন দুটি করে উইকেট। শতকের দেখা না পেলেও দলের বিজয়ের অবদান রাখা সেই বিজয়ের হাতেই যায় ম্যান অফ দ্যা ম্যাচের পুরষ্কারটা ।

সংক্ষিপ্ত স্কোরঃ

গাজী গ্রুপ ক্রিকেটার্সঃ ২৩৬/১০ (৪৮.৪ ওভার) এনামুল হক বিজয় ৯৩, সোহরাওয়ার্দী শুভ ৪১। নুর আলম সাদ্দাম ৩/৩৪, অলক কাপালি ৩/৪৮/

ব্রাদার্স ইউনিয়নঃ ২২৬/১০ (৪৮.৫ ওভার) বিসলা ৫৬, অলক কাপালি ৪৯। আবু হায়দার রনি ৫০/৪, শাহাজাদা হোসাইন ২/২৯

ফলাফলঃ গাজী গ্রুপ ক্রিকেটার্স ১০ রানে জয়ী।

ম্যান অফ দ্যা ম্যাচঃ এনামুল হক বিজয় (গাজী গ্রুপ ক্রিকেটার্স)

৯৭ ডেস্ক

Read Previous

ব্যর্থতার বৃত্তেই ঘুরপাক খাচ্ছেন আশরাফুল

Read Next

রবির দ্বিতীয় শতকে খেলাঘরের জয়

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share