

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ এবং ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে সাসেক্সে ট্রেনিং ক্যাম্পে ঘাম ঝরাচ্ছে টাইগাররা। আইপিএলের দশম আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে বর্তমানে ভারতে আছেন সাকিব আল হাসান। সেখানেই একটি প্রমোশনাল অনুষ্ঠানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে কথা বলেন বাংলাদেশের নতুন টি টোয়েন্টি অধিনায়ক।
‘আমি মনে করি আমাদের গ্রুপটি বেশি কঠিন। সবগুলো টিমই ভালো কিন্তু অস্ট্রেলিয়া, ইংল্যান্ড কঠিন প্রতিপক্ষ। দক্ষিণ আফ্রিকা সবসময়ই ভালো করে। ওয়ার্ল্ড ইভেন্টে ভালো করার ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী যাতে করে মানুষ আমাদের পারফর্মেন্স মনে রাখতে পারে।’
চ্যাম্পিয়ন্স ট্রফিতে উদ্বোধনী ম্যাচেই স্বাগতিক ইংল্যান্ডের মোকাবিলা করবে টিম বাংলাদেশ। তবে তার আগে প্রস্তুতি হিসেবে ত্রিদেশীয় সিরিজেও ভালো করতে মুখিয়ে আছে গোটা দল। দেশে ফিরে ৫ মে সাকিব এবং মুস্তাফিজের দলের সাথে ক্যাম্পে যোগ দেওয়ার কথা রয়েছে। আগামী ১২ মে আয়ারল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে টাইগাররা।