পাকিস্তানের ‘ভিশন-২০২০’!

featured photo1 16
Vinkmag ad

পাকিস্তানের ক্রিকেট ঐতিহ্য বেশ সমৃদ্ধ। তবে দীর্ঘদিন পাকিস্তানে ক্রিকেট একপ্রকার নির্বাসিতই বলা চলে। মাঝে মধ্যে জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ সফর করলেও কোন পূর্নাঙ্গ সিরিজের ব্যবস্থা করতে পারছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড। এবার ভিশন ২০২০ ঠিক করেছে দেশটির ক্রিকেট বোর্ড।

সম্প্রতিই করাচিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে পাকিস্তান। কিন্তু সেখানেও উইন্ডিজ দলের শীর্ষ কিছু ক্রিকেটার আসেনি। ২০০৯ সালে লাহোরে লঙ্কান দলের ওপর হা-ম-লার রেশ ৯ বছরেও কাটেনি।

পাকিস্তানে ক্রিকেট ফেরাতে পাকিস্তান ক্রিকেট বোর্ড চেষ্টা করেই চলেছে। পিএসএলের ম্যাচ পাকিস্তানে আয়োজন করে তারা। পাকিস্তান বোর্ডের এই চেষ্টায় সমর্থন যুগিয়েছে আইসিসি। গতবছরই আইসিসির সহযোগিতায় লাহোরে পাকিস্তানের বিপক্ষে খেলে বিশ্ব একাদশ।

GettyImages 862756226

পাকিস্তানে ক্রিকেট ফেরানো প্রসঙ্গে পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি বলেন ‘আমরা যে চেষ্টা করছি (পাকিস্তানে ক্রিকেট ফেরাবার) তা আমাদেরকে ভালো একটা ফলাফল দিচ্ছে। আমরা পরবর্তী বছর পিএসএলের (পাকিস্তান সুপার লিগ) আরো বেশি ম্যাচ পাকিস্তানে আয়োজন করবো। যার ফলে আন্তর্জাতিক ক্রিকেট খেলা শীর্ষ ক্রিকেটাররা পাকিস্তানে খেলবে তখন।’

নাজাম শেঠি যোগ করেন, ‘ এরপর আমরা তাদের (পিএসএল খেলা ক্রিকেটারদের) ক্রিকেট বোর্ডের কাছে প্রস্তাবনা পাঠাবো পূর্ণাঙ্গ সিরিজ খেলার। আমরা আশাবাদী ২০২০ সালের মধ্যে এটা সম্ভব হবে।’

করাচিতে এক সফল পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষে পাকিস্তান দলপতি সরফরাজ আহমেদ বলেছিলেন, ‘করাচির দর্শক বিশ্বের কাছে এটা প্রমাণ করে দিয়েছে যে পাকিস্তানে ক্রিকেট খেলা সম্ভব। সুতরাং কারো উচিত হবেনা পাকিস্তানে সফর না করার অজুহাত খোঁজা।’

৯৭ ডেস্ক

Read Previous

বিরল ক্লাবের সদস্য হলেন ‘বুড়ো’ ম্যাককুলাম

Read Next

বিসিএলে তারকা খরা, আগ্রহের কেন্দ্রবিন্দুতে মাশরাফি

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share