

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরুর আগেই কলকাতা নাইট রাইডার্স শিবিরে দুঃসংবাদ। ডান পায়ের ইনজুরির কারণে আসন্ন আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার মিচেল স্টার্ক।
ডান পায়ের হাড় ভেঙে যাওয়ায় টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজেই চোট পান স্টার্ক। যার জন্য চতুর্থ তথা শেষ টেস্টে খেলতে পারবেন না তিনি। ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে টুইট করেই স্টার্কের চোটের কথা জানিয়ে দেওয়া হয়েছে।
আগামী ৭ এপ্রিল থেকে শুরু আইপিএলের এগারো আসর। ৮ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে ঘরের মাটিতে নামতে চলেছে দীনেশ কার্তিকের নাইট রাইডার্স। সেই দলে এই অস্ট্রেলিয় পেসার না থাকায় অনেকটাই চাপে থাকবে কলকাতা। কারণ কলকাতার বোলিং লাইনআপে স্টার্ক ছিলেন অন্যতম।
এবারের নিলামে ৯.৪০ কোটি টাকায় মিচেল স্টার্ককে কেনে কোলকাতা নাইট রাইডার্স। স্টার্কের ক্রিকেট জীবনে আইপিএল অনেকটা বাঁধার মতোই হয়ে দাঁড়িয়েছে। ২০১৭ আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্সে সুযোগ পেয়েও দেশের ক্রিকেটের জন্য খেলতে পারেননি।