‘আমরা ঠিক আছি’

featured photo1 34
Vinkmag ad

কলম্বোর প্রেমাদাসায় রেকর্ড গড়ে ম্যাচ জিতেছে বাংলাদেশ। টিভি সেটের কল্যাণে তা দেশে থেকে অনেকেই উপভোগ করেছেন। তবে মাঠে বসে এই দাপুটে জয় দেখেছেন বিসিএসএ’র (বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশন) ১১ জনের দল। তবে ম্যাচ শেষে তাদের উপর হা-ম-লা হয়েছে এমন খবর প্রকাশিত হওয়াতে বিব্রত সংগঠনটির ভাইস প্রেসিডেন্ট। 

‘শ্রীলঙ্কায় টাইগার সমর্থকদের উপরে হা-ম-লা’ শিরোনামে ক্রিকেট৯৭ সহ বেশ কয়েকটি অনলাইন পোর্টালে নিউজ প্রকাশিত হয়। উদযাপন শেষে হোটেলে ফিরে এসব নিউজ দেখে বি-ব্র-ত হন বিসিএসএর ১১ জনের দলের সবাই।

28928314 10212880859069544 1303573985 o

বিসিএসএ’র ভাইস প্রেসিডেন্ট তানভীর আহমেদ ক্রিকেট৯৭ কে জানান, ‘আমরা খুব নির্বিঘ্নে খেলা দেখেছি, মন খুলে জয় উদযাপন করেছি। উদযাপন করতে করতেই মাঠ ছেড়েছি। মাঠের বাইরে বিসিবি প্রেসিডেন্টের সঙ্গে আনন্দ ভাগ করেছি। আমাদের উপর কোনই হা-ম-লা হয়নি, আমরা একদমই ঠিক আছি।’

মূলত গ্যালারি থেকে ধারণকৃত এক ভিডিও ফুটেজ ভাইরাল হবার পর বিভ্রান্তির সৃষ্টি হয়। সেই বিভ্রান্তি থেকেই বেশ কিছু পোর্টাল (ক্রিকেট৯৭ সহ) এমন নিউজ প্রকাশ করে। যা একদমই ঠিক নয় বলে নিশ্চিত করেছেন বিসিএসএ’র ভাইস প্রেসিডেন্ট।

নিশ্চিত না হয়ে এমন খবর (বিভ্রান্তিমূলক) প্রচার করাতে ক্রিকেট৯৭ আন্তরিকভাবে পাঠকদের নিকট ক্ষমা প্রার্থী।

৯৭ প্রতিবেদক

Read Previous

দাপুটে জয়, স্বস্তির জয়

Read Next

হাইলাইটসঃ টাইগারদের রেকর্ড গড়া জয় দেখুন

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share