

কদিন আগে দেশের মাঠে প্রতিটি সংস্করণে শ্রীলঙ্কার কাছে বাজেভাবে পরাজিত বাংলাদেশ। শুরুটা দুর্দান্ত জয় দিয়ে হলেও শেষটা ছিলো পরাজয়ের ক্লান্তি। যেখানে দলের কাছে গণমাধ্যম-সমর্থক সবার প্রত্যাশাই ছিল অনেক বেশি। এবার নিদাহাস ট্রফিতে বাংলাদেশ দলের প্রতি যে প্রত্যাশা সেটার মাত্রা কমাতে বললেন মাশরাফি।
ওয়ানডে অধিনায়ক মাশরাফি মনে করেন প্রিয় দলের প্রতি সমর্থকদের বেশি প্রত্যাশা করাটা ভালো নয়। বরং এটা দলের জন্যই ক্ষতিকারক। শ্রীলঙ্কায় নিদহাস ট্রফিতে তাই দলের কাছে প্রত্যাশার মাত্রা কমাতে বললেন তিনি। শুধু সমর্থকই নয়, দেশের সংবাদ মাধ্যমগুলোর প্রতিও মাশরাফির একই পরামর্শ।
‘সত্যি কথা বলতে কি আপনি যদি দলের উপর চাপ দেন, এই দল ভালো খেলবে না। ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজে অনেকেই ভেবেছিল প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে, ধুর…এদের সাথে তো জিতবেই। এটা চাপ সৃষ্টি করে। শুধু ক্রিকেট না যেকোনো খেলায় যদি প্রত্যাশার মাত্রা কমিয়ে নিয়ে আসেন তাহলে দল উজ্জীবিত হবে বেশি।’
গত বছরের এপ্রিলে মাশরাফির অবসরের পর এখনো কোন টি-টোয়েন্টি ম্যাচ জেতেনি বাংলাদেশ। সবশেষ চার ম্যাচের চারটিতেই পরাজয়। টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ দলের পরিসংখ্যানের দিকে তাকালে হাহাকারের চিত্রটাই ফুটে ওঠে।
আজ মিরপুরে জাতীয় ক্রিকেট একাডেমিতে ক্রিকেটের এ সংস্করণে বাংলাদেশকে কোমড় সোজা করে দাঁড়ানোর সহজ উত্তর দিয়েছেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি,
‘আমি আপনি সবাই জানি কি করতে হবে। আল্টিমেটলি ম্যাচ জিততে হবে। এর বিকল্প তো নাই।’