

আজ মঙ্গলবার (৬ মার্চ) শ্রীলঙ্কায় শুরু হতে যাচ্ছে নিদাহাস ট্রফি। ত্রিদেশীয় এই টুর্নামেন্ট মূলত শ্রীলঙ্কার স্বাধীনতার ৭০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজন করছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। আজ সন্ধ্যা ৭.৩০ মিনিটে ভারতের মুখোমুখি হবে স্বাগতিক শ্রীলঙ্কা। এই টুর্নামেন্ট নিয়ে বিশ্বের দর্শকদের বাড়তি আগ্রহের কথা চিন্তা করে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করেছে বিভিন্ন দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলগুলো।
বিপণনের এই যুগে বিজ্ঞাপনের মোক্ষম সময় স্পোর্টস ইভেন্টগুলো। তাই এই সুযোগে টেলিভিশন চ্যানেলগুলো এগিয়ে এসেছে সরাসরি সম্প্রচারে। তাই ঘরে বসে দর্শকরা লাইভ ম্যাচ দেখতে পারে। এবারের নিদাহাস ট্রফির সম্প্রচার হবে বিভিন্ন দেশের ক্যাবল টিভিতে। এশিয়া ও আফ্রিকা, ইউরোপ সহ বিভিন্ন দেশে সরাসরি সম্প্রচারিত হবে এই নিদাহাস ট্রফি।
যেসব চ্যানেল সরাসরি সম্প্রচার করবে নিদাহাস ট্রফি:
বাংলাদেশঃ জিটিভি(গাজী টিভি), বিটিভি এবং চ্যানেল নাইন
ভারতঃ ডিডি স্পোর্টস, ডি স্পোর্টস এবং ডিডি ন্যাশনাল
শ্রীলংকাঃ এসএলআরসি এবং টেন স্পোর্টস
পাকিস্তানঃ টেন ক্রিকেট
যুক্তরাজ্যঃ স্কাই স্পোর্টস এবং নাউ টিভি
দক্ষিণ আফ্রিকাঃ সুপার স্পোর্টস
মালোশিয়াঃ অ্যাস্ট্রো ক্রিকেট টিভি
অস্ট্রেলিয়াঃ ফক্স স্পোর্টস
কানাডাঃ এটিএন ক্রিকেট প্লাস এইচডি
যুক্তরাষ্ট্রঃ উইলো টিভি
নিদাহাস ট্রফিতে রাউন্ড রবিন পদ্ধতিতে প্রত্যেক দল দু’বার করে মুখোমুখি হবে একে অপরের। ৬ মার্চ শুরু হওয়া টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১৮ মার্চ। সিরিজের সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।
টুর্নামেন্টের সময়সূচীঃ
৬ মার্চ (মঙ্গলবার) – শ্রীলঙ্কা বনাম ভারত
৮ মার্চ (বৃহস্পতিবার) – বাংলাদেশ বনাম ভারত
১০ মার্চ (শনিবার) – শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ
১২ মার্চ (সোমবার) – শ্রীলঙ্কা বনাম ভারত
১৪ মার্চ (বুধবার) – বাংলাদেশ বনাম ভারত
১৬ মার্চ (শুক্রবার) – শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ
১৮ মার্চ (রোববার) – ফাইনাল