

কোহলির দলের টানা হারের কারণটা জানার খুব ইচ্ছা। ভারতীয় দলের অধিনায়ক কি এমন হারের কোন ব্যাখ্যা খুজে পেয়েছে আদৌ! এই আসরে তাদের ১০ তম ম্যাচের ৭ম হার।
১০ম আইপিএল এর ৩৪তম ম্যাচ। ছিলো এবারের। মান বাঁচানোর বোঝা মাথায় চেপেই টস করতে নেমেছিলো বিরাট কোহলি। টস জিতে ব্যাটিং করার আমন্ত্রন জানায় পুনে সুপারজায়ান্ট দের। কোহলি যে টস জিতে বিরাট ভুলই করে ফেলেছিলেন সেটা ম্যাচ শেষেই পরিষ্কার।
জায়ান্টদের হয়ে ওপেনিং করেন আজিঙ্কা রাহানে আর রাহুল ত্রিপাঠি। রাহানে ৬ রান করে আউট হলেও ওয়ানডাউনে খেলতে নামা ষ্টিভেন স্মিথ এর সাথে জুটি গড়েন ত্রিপাঠি। দুজন মিলে সামলান শুরুর ধাক্কাটা। ৫২ রানের জুটি গড়ে ত্রিপাঠি আউট হলেও স্মিথ-তিওয়ারি মিলে টেনে নিয়ে যান ১০৮ রান পর্যন্ত। ইনিংস এর শেষ দিকে ধনির ১৭ বলে ২১ রানের ফিনিশিংয়ে মাত্র ৩ উইকেট হারিয়ে ১৫৭ রানের মোটামুটি চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় সুপার জায়ান্ট রা। বেংগালুরুর হয়ে ১৭ রান দিয়ে ১ উইকেট তুলে নেন স্টুয়ার্ট বিনি।
১৫৮ রান এর টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় রয়াল চেলেঞ্জার্স। ওপেনিংয়ে নেমে বিরাট কহলি একপ্রান্ত আগলে রাখলেও বাঁকি ৯ ব্যাটসম্যান ১০রানের কৌটাই পার হতে পারেননি। এদিন ব্যার্থ ডি ভিলিয়ার্সও। কোহলি অপরাজিত থেকে শেষ পর্যন্ত দলের হারটাই দেখেন। তার ব্যাটে আসে ৪৮ বলে ৫৫ রান। পুনের হয়ে ইমরান তাহিওর নেন ১৮ রান দিয়ে ৩ উইকেট। ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে সংগ্রহ ৯৬ রানের।
সংক্ষিপ্ত স্কোরঃ-
পুনে সুপার জায়ান্ট- ১৫৭/৩ (২০)
ষ্টিভেন স্মিথ ৪৫(৩২), তিওয়ারি ৪৪(৩৫)
স্টুয়ার্ট বিনি ১/১৭
রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু- ৯৬/৯ (২০)
বিরাট কোহলি ৫৫(৪৮)
ইমরান তাহির ৩/১৮
ম্যাচ সেরা- লুকি ফারগুসন (পুনে)