

নিদাহাস ট্রফি শুরু ৬ মার্চ, এ ট্রফিতে অংশ নিতে আজ রোববার (৪ মার্চ) দেশ ছেড়েছে বাংলাদেশ দল। দুপুর ১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় তারা। ফ্লাইটে কোন সমস্যা না হলে ৪টার মধ্যে শ্রীলঙ্কা পৌছানোর কথা।
সাকিবকে অধিনায়ক করে দল ঘোষণা করলেও সাকিব ফিট না থাকায় মাহমুদউল্লাহ কে দায়িত্ব দেওয়া হয়েছে। আজ বাংলাদেশ দলের ১৩ সদস্য রওনা দিয়েছে শ্রীলঙ্কারর উদ্দেশ্যে। বাকি ৩ জন (তামিম, সাব্বির, মুস্তাফিজ) পাকিস্তান সুপার লিগ খেলতে দুবাই থাকায় তারা ওখান থেকে দলের সাথে যোগ দিবেন।
টুর্নামেন্ট ৬ মার্চ থেকে শুরু হলেও বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে ৮ মার্চ ভারতের বিপক্ষে। বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত প্রধান কোচ কোর্টনি ওয়ালস নিজেদের অন্ডার ডগ বললেও ফাইনালে চোখ রাখছেন। এই টুর্নামেন্ট প্রতিটি দল দুবার করে একে অন্যের সাথে খেলবে। প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়।