

পিএসএলে (পাকিস্তান সুপার লিগ) খুব বেশি ভাল দিন কাটেনি মুস্তাফিজুর রহমানের দল লাহোর কালান্দার্সের । প্রথম তিন ম্যাচেই পরাজয় দেখেছে দলটি। তবে বল হাতে উজ্জ্বল ছিলেন মুস্তাফিজ। চতুর্থ ম্যাচে এসেও জয়ের দেখা মেলেনি। সুপার ওভারে বল করে জয় নিশ্চিত করতে পারেননি মুস্তাফিজুর রহমান।
ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে নিজের করা ১ম ওভারে মাত্র ৬ রান দেন মুস্তাফিজ। দ্বিতীয় ওভারে আন্দ্রে রাসেল বিশাল এক ছক্কা হাঁকালে ঐ ওভারে মুস্তাফিজ হজম করেন ১২ রান।
রাসেলের বিশাল ছক্কা দেখুন:
তৃতীয় ওভারের ১ম বলে হোসেন তালাত মুস্তাফিজের বলে ছক্কা হাঁকান। তবে দারুণভাবে ফিরে আসেন মুস্তাফিজ। পরের পাঁচ বলে তালাত ও রাসেল ৫ টি সিঙ্গেলের বেশি নিতে পারেনি।
তালাতের হাঁকানো ছক্কা দেখুন:
৩ ওভারে ২৯ রান দিলেও ইনিংসের শেষ ওভারে ব্রেন্ডন ম্যাককুলাম মুস্তাফিজেরই শরণাপন্ন হন। মুস্তাফিজও হতাশ করেননি। ৫ম বলে শাদাব খানকে ফেরান তিনি। তবে মুস্তাফিজকে শেষ বলে হতাশ করেন ইয়াসির শাহ। সহজ এক ক্যাচ মিস করেন তিনি। আর তাতে ১ উইকেট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় মুস্তাফিজকে।
মুস্তাফিজের পাওয়া উইকেটটি দেখুন:
আগে ব্যাট করা ইসলামাবাদ ইউনাইটেড ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে তোলে ১২১ রান।
মুস্তাফিজদের বলে ইয়াসিরের ক্যাচ মিস দেখুন:
ঠিক ১২১ রান করে অলআউট হয় লাহোর কালান্দার্স। ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানে ম্যাককুলাম, উমর আকমলরা ১ ওভারে তোলে ১৫ রান। ১৬ রান ডিফেন্ড করতে বল করতে আসেন মুস্তাফিজ। তবে ৬ বলে ১৯ রান দেন মুস্তাফিজ।
১ম বলে ১ রান দেবার পর ২য় বলে ছক্কা হজম করেন মুস্তাফিজ। বাউন্ডারির পাশে ম্যাককুলাম ক্যাচ মিস করলে ইসলামাবাদ স্বস্তির ছয় উপহার পায়।
ম্যাককুলামের ক্যাচ মিসে ছয় দেখুন:
তৃতীয় বলে ডট যাবার পর উইকেটকিপার দীনেশ রামদিনের মিসের সুযোগে চতুর্থ বলে ১ রান নেয় ইসলামাবাদ। শেষ দুই বলে ১ টি করে ওয়াইড, চার ও ছক্কায় বাকি রান তোলেন আন্দ্রে রাসেল।। শেষ বলে মুস্তাফিজের স্লোয়ারে ছক্কা হাঁকান রাসেল।
শেষ বলে রাসেলের ছয় দেখুন: