

যেকোনো দেশের জাতীয় দলের পাইপলাইন ‘এ’ দল। জাতীয় দলের পাশাপাশি এবছর বাংলাদেশ ‘এ’ দলেরও ব্যস্ততা বাড়ছে। চলতি বছরে বাংলাদেশ ‘এ’ খেলবে তিনটি সিরিজ। জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের জন্য বড় সুযোগই বটে।
বাংলাদেশ ‘এ’ দল সব শেষে সিরিজি খেলেছে গেল বছরের অক্টোবরে। দীর্ঘ বিরতির পর আবার মাঠে নামবে টাইগাররা। চার মাসের ব্যবধানে বাংলাদেশ খেলবে টানা তিনটি সিরিজ। এপ্রিলে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা এ দল। ওয়ানডের পাশাপাশি থাকবে একাধিক চারদিনের ম্যাচ। জুনে আয়ারল্যান্ড সফর, সেটি শেষ করে দল দেশে ফিরতেই বাংলাদেশে চলে আসবে ওয়েস্ট ইন্ডিজ এ দল।
মিরপুরে টাইগারদের ‘এ’ দলের সূচি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান বললেন,
‘শ্রীলঙ্কা আসবে, বাংলাদেশ আয়ারল্যান্ডে যাবে, আবার ওয়েস্ট ইন্ডিজ আসবে। এখানে ওয়ানডে এবং চার দিনের ম্যাচ থাকবে। আমরা চেষ্টা করব চার দিনের ম্যাচ যেন বেশি পাই। তাহলে খেলোয়াড়দের ব্যাটিং বা বোলিং করার সুযোগ বেশি হবে।’
এই তিন সিরিজকে জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন আকরাম খান,
“এবার যেহেতু বাংলাদেশ ‘এ’ দল টপ ক্লাস তিনটা ‘এ’ দলে সাথে খেলবে, আমার মনে হয় এখানে খেলোয়াড়দের জন্য ভালো একটা সুযোগ আছে। যদি এখানে পারফরম্যান্স করতে পারে, এটা ওদের জন্য ভালো, দেশের জন্যও ভালো।”