

বিরতি দিয়ে আজ আবার মাঠে গড়িয়েছে ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) এর ষষ্ঠ রাউন্ডের খেলা। যেখানে মিরপুরের শের-ই-বাংলা জাতিয় ক্রিকেট স্টেডিয়ামে অশোক মিনারিয়ার ব্যাটিংয়ের পর খেলাঘরের বোলারদের বোলিং নৈপুন্যে মাত্র ৩৪ রানেই ৭ উইকেট হারানোর পর তাইবুর ও আবুল হাসানের লড়াকু ব্যাটিংয়ের পরও খেলাঘর সমাজ কল্যানের সাথে ১৫ রানে হেরেছে টেবিলের তলানির দল কলাবাগান ক্রীড়া চক্র।
সকালে টসে জিতে এদিন শুরুতেই খেলাঘরকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান কলাবাগানের অধিনায়ক মুক্তার আলি। খেলাঘরের হয়ে ওপেন করতে এসে দলীয় ৪ রানেই আউট হয়ে ফেরত যায় সাদিকুর, এরপর রবি ও অঙ্কনের জুটি থেকে আসে ৪৫ রান। ১৩ রানের ব্যবধানে ফেরদৌসের শিকারে পরিণত হয়ে এই দুই ব্যাটসম্যান আউট হয়ে ফিরে গেলে ইনিংস মেরামতের কাজ করেন অমিত ও অশোক মিনারিয়া।
দু’জনের ৬৫ রানের পার্টনাশিপের সময় অমিত ৪২ রানে রান-আউটে কাটা পড়লে ১২৭ রানেই চার উইকেট হারিয়ে বসে খেলাঘর। সেখান থেকে একপ্রান্ত আগলে রেখে লড়ে যায় অশোক, তবে শেষ দিকের ব্যাটসম্যানরা নিয়মিত বিরতিতে উইকেট দিয়ে আসাতে মাত্র ২৩৮ রানেই থামতে হয় খেলাঘরকে। নিজেদের ইনিংসের নির্ধারিত ওভারের ২ বল বাকি থাকতে আউট হওয়ার আগে ৯৫ রানের লড়াকু এক ইনিংস খেলে যান অশোক মিনারিয়া।
২৩৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই কোন রান না করা আশরাফুলের উইকেট হারিয়ে বসে কলাবাগান কেসি। ডিপিএলের নিজেদের শেষ ম্যাচে শাইনপুকুরের সাথে ম্যাচের পর আজও শূন্য রানেই ফিরেছেন আশরাফুল। এরপর খেলাঘরের বোলারদের নিয়ন্ত্রত বোলিং তোপে ৩৪ রানের মধ্যেই একে একে ওয়ালিয়ুল (১), তাসামুল (১), আকবার (০), মাহমুদুল (২), রাহাতুল (১১) ও মুক্তার আলি (০) দের উইকেট হারিয় ব্যাকফুটে চলে যায় কলাবাগান।
৩৪ রানেই সাত উইকেট হারানোর পর তাইবুর ও আবুল হাসানের অনবদ্য ব্যাটিংয়ে প্রতিরোধ করার চেষ্টা করে তারা, দু’জনে গড়েন ১৩৬ রানের পার্টনারশিপ। আবুল হাসান ৭৬ রানে আউট হয়ে গেলে ভাঙ্গে এই জুটি। এরপর ব্যক্তিগত ৮১ রানে তাইবুরও ফিরে গেলে নির্ধারিত ওভার শেষে ২২৩ রানেই থেমে যায় কলাবাগানের ইনিংস। ফলে ১৫ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে খেলাঘর সমাজ কল্যান।
সংক্ষিপ্ত স্কোরঃ
খেলাঘর সমাজ কল্যানঃ ২৩৮/১০ (৫০ ওভার) অশোক মিনারিয়া ৯৫, অমিত মজুমদার ৪২, মাহিদুল ইসলাম অঙ্কন ২৫, রাহাতুল ফেরদৌস ৩/৪৪, মুক্তার আলি ২/২৭, নাহিদ হাসান ২/৪৩
কলাবাগান ক্রীড়া চক্রঃ ২২৩/৯ (৫০ ওভার) তাইবুর রহমান ৮১, আবুল হাসান রাজু ৭৬, সনজিত সাহা ৩১, হাসান মাহমুদ ৩/৪৭, রবিউল ইসলাম রবি ২/২৪, আনজুল আহমেদ ২/২৭
ফলাফলাঃ খেলাঘর সমাজ কল্যান ১৫ রানে জয়ী
ম্যাচসেরাঃ অশোক মিনারিয়া (খেলাঘর সমাজ কল্যান)