

নিদাহাস ট্রফির জন্য গতকাল (সোমবার) ঘোষণা করা হয়েছে ১৬ সদস্যের বাংলাদেশ দল। এখনো পুরোপুরি সেরে না উঠলেও সাকিবকে অধিনায়ক করে দল ঘোষণা করেছে বসিবি। দল হওয়ার কথা ছিল ১৫ সদস্যের, তবে সাকিবের আঙুলের চোট ভাল না হওয়াতে সে মিস করতে পারে সিরিজের প্রথম এক-দুইটা ম্যাচ। এজন্যই দলের সাথে রাখা হয়েছে মিরাজকে। মাঠে ফিরতে মরিয়া সাকিব চোটের সুরতহাল জানতে বিশেষজ্ঞের পরামর্শ নিতে গেছেন থাইল্যান্ডে।
জানুয়ারির ২৭ তারিখে শ্রীলঙ্কার সাথে ম্যাচের সময় ফিল্ডিং করতে যেয়ে আঙুলে চোট পেয়ে মাঠ ছাড়েন সাকিব। এরপর থেকেই সব ধরণের প্রতিযোগিতামূলক ম্যাচের বাইরে আছেন তিনি। মিস করেন লঙ্কানদের বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজও। চোট কিছুটা ভালো হওয়াতে অনুশীলনে ফিরলেও ম্যাচ খেলার জন্য যথেষ্ট না সেইটা।
বিসিবি সূত্রে জানা যায়, সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাতে থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা করবে সাকিব। চোটে পড়া আঙুলের বর্তমান অবস্থা জানতে আজ (মঙ্গলবার) সেখানে দু’জন অর্থোপেডিক বিশেষজ্ঞের সঙ্গে আছে অ্যাপয়েনমেন্ট। এরপর দেশে ফিরে আসবেন এই বিশ্বসেরা অলরাউন্ডার।
শ্রীলঙ্কার মাটিতে ভারতকে নিয়ে চ্যালেঞ্জিং টি-টোয়েন্টি সিরিজ দিয়ে খেলায় ফিরতে মরিয়া সাকিব। প্রথমদিকে তার অনুপস্থিতির শঙ্কার কথা শুনিয়েছেন স্বয়ং বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন। সাকিব নিজেও যে চিন্তিত, থাইল্যান্ডে যাওয়াতেই তা স্পষ্ট!