

গতবছরেই দক্ষিণ আফ্রিকা সফর শেষে বিপিএল চলাকালীন হুট করেই অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশের ততকালীন হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। হাথুরুর চলে যাওয়ার পর দীর্ঘদিন ধরেই খালি পড়ে আছে এই পদ। হেড কোচবীহিন বাংলাদেশ দলটাও যেন ছন্নছাড়া প্রায়। আসছে নিদাহাস ট্রফিতে সেই হেড কোচের দায়িত্ব দেওয়া হয়েছে টাইগারদের বোলিং কোচ কোর্টনি ওয়ালসকে।
গত ২০ ফেব্রুয়ারি বেক্সিমকোতে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে, ত্রিদেশীয় সিরিজ নিদাহাস ট্রফির আগে নতুন হেড কোচ আসছে জানিয়ে বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন বলেছিলেন ‘নিদাহাস কাপের আগেই কোচ নিয়ে আসতে চেষ্টা করছি। সামনে আইপিএল তাই এই মুহূর্তে ফুল টাইম কোচ পাওয়া কঠিন। তারপরেও হেড কোচ নিয়োগের ব্যাপারটি আমরা মোটামুটি ফাইনাল করে ফেলেছি।’
স্বাগতিক শ্রীলঙ্কার সাথে ভারত ও বাংলাদেশকে নিয়ে বসছে তিন জাতি টি-টোয়েন্টি ক্রিকেটের আসর নিদাহাস ট্রফি। সেই টুর্নামেন্টের আগে নতুন হেড কোচ আনার বদলে দলের বোলিং কোচ কোর্টনি ওয়ালসকে দেওয়া হয়েছে ভারপ্রাপ্ত প্রধান কোচের দায়িত্ব। আজ (সোমবার) বোর্ড মিটিং বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
উল্লেখ্য, টুর্নামেন্ট আগামী ৬ মার্চ শুরু হলেও বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে মাঠে নামবে ৮ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে।