

ঘরোয়া ক্রিকেটের খুব পরিচিত মুখ আরিফুল হক। তবে মিডিয়ায় বা লাইমলাইটে কখনো ছিলেন না। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে অভিষিক্ত আরিফুল হতে চান বাংলাদেশের সেরা অলরাউন্ডারদের একজন। পাড়ি দিতে চান অনেক পথ।
ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করা আরিফুল বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেকে মেলে ধরে নির্বাচকদের নজর কাড়েন। খুলনা টাইটানসের হয়ে ব্যাট হাতে ঝড় তুলে জায়গা পান বাংলাদেশ টি-টোয়েন্টি দলে। আজ (রবিবার) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ মাধ্যমের কাছে নিজের ক্যারিয়ার ভাবনা জানান আরিফুল হক।
‘ছোটবেলা থেকেই আমার স্বপ্ন জাতীয় দলে খেলার। এটা অল্পতেই ভেঙে গেলে কষ্ট পাব। আমি চাই জাতীয় দলের জার্সিতে অনেকদিন খেলতে। সুযোগ পেয়েছি, মানুষ এখন চিনছে। আমি চাই অনেক ভালোকিছু করতে। আমি বাংলাদেশের টপ অলরাউন্ডার হতে চাই। এটাই আমার স্বপ্ন।’
বাংলাদেশ দলে সদ্য অভিষিক্ত এই অলরাউন্ডার মনে করেন নিজেকে মেলে ধরার এখনই উপযুক্ত সময়।
‘আমি মনে করি জাতীয় দলে খেলার জন্য ২৫-২৬ উপযুক্ত বয়স। ঘরোয়া ক্রিকেটে কয়েকটা মৌসুম খেলে অনেক কিছু শেখার থাকে। পরিস্থিতিগুলো বোঝা যায়। নতুন এসে বোঝাটা খুব কঠিন। অনেকে পারে, অনেকে আবার পারে না। এজন্য আমি মনে করি সঠিক সময়ে আমি এসেছি। এখন পারফরম্যান্স করাটা আমার হাতে।’
আরিফুল স্বপ্নকে বাস্তব করার মনছবি আঁকছেন। আছেন কক্ষপথেই। শ্রীলঙ্কায় নিধাস ট্রফির দলেও থাকার সম্ভাবনা প্রবল। তবে এই কদিনে বুঝে গেছেন ঘরোয়া ক্রিকেট আর জাতীয় দলের পার্থক্য। জাতীয় দলের হয়ে দুইটি টি-টোয়েন্টি খেলা এই ক্রিকেটার বলেন,
‘ড্রেসিংরুমে তফাত অনেক। বিপিএলে একরকম আর জাতীয় দলের ড্রেসিংরুম একরকম। এখানে পুরো বাংলাদেশের মানুষ তাকিয়ে থাকে। দেশের জন্য খেলা, অনেক বড় সম্মানের জায়গা। ড্রেসিংরুমে বড়-বড় খেলোয়াড়ের সঙ্গে থাকা। তাদের পরামর্শ নেওয়া। একজন নতুন খেলোয়াড়ের জন্য এগুলো নতুন কিছু।’