

আবু হায়দার রনি, পরবর্তী প্রজন্মের পেস বোলিংয়ের অন্যতম সম্ভাবনাময় একজন পেসারের নাম। ঘরোয়া লিগে নিয়মিত পারফর্মার। বিপিএল দিয়ে ইতোমধ্যে নজর কেড়েছে সবার। ভবিষ্যতের জন্য প্রস্তুতের জন্য এখন মনযোগী পেস গুরু কোর্টনি ওয়ালসের ক্লাসে। সম্ভাবনাময় ১৪ পেসার নিয়ে ওয়ালস যে বিশেষ ক্যাম্প শুরু করেছেন রনি আছেন সেই ক্যাম্পে। সেখানে কথা বলেছেন এদেশের প্রেক্ষাপটে পেস বোলিংয়ের সম্ভাবনা নিয়ে।
উপমহাদেশের উইকেট স্পিনারদের স্বর্গভূমি। আর যদি এর বাইরের দল গুলোর সাথে খেলা হয় তাহলে চোখ বন্ধ করে সেটা টার্নিং উইকেট বানিয়ে থাকে স্বাগতিক দেশ। এটা নিয়ে আক্ষেপ নেই আবু হায়দার রনির, বরং সেখানে চ্যালেঞ্জ নিয়ে খেলে পেসারদের প্রমাণের অনেক কিছু থাকে বলে মনে করেন তিনি।
শ্রীলঙ্কার মাটিতে স্পিনারদের পাশাপাশি কোয়ালিটি পেস বোলাররাও ভালো করে থাকে। তাই সেখানে বাংলাদেশের পেসারদের ভাল করার সম্ভাবনা দেখছেন রনি। তার মতে, এই টুর্নামেন্টে স্পিনারদের পাশাপাশি পেসাররা যদি তাদের স্কিল অনুযায়ী খেলতে পারে তাহলে অবধারিতভাবেই তারা সফল হবেন, ‘আমরা আমাদের স্কিলগুলো কাজে লাগতে পারলে ভালোই হবে।’
ওয়ালসের ক্লাসে রনি তার বোলিংয়ে ভেরিয়েশন নিয়ে কাজ করছেন। বিশেষ করে সুইংয়ের বিষয়ে জোর দিচ্ছেন। ভুল হলে ওয়ালসও নিজ থেকে শুধরে দিচ্ছেন তাকে। এই বিষয়ে রনি বলেন, ‘সুইং নিয়ে কাজ করছি। নতুন বলে সুইং নিয়ে বেশি জোর দিচ্ছি। ডেথ ওভারে পুরাতন বলে ইয়র্কার নিয়ে কাজ হচ্ছে। টি-টোয়েন্টিতে ব্লক হোলের প্রয়োগটা ভালো থাকলে টিকে থাকা সহজ।’