

সাকিব মিস করেছেন দেশের মাটিতে শ্রীলঙ্কার সাথে সিরিজ। অন্যদিকে ট্রাই-নেশন টি-টোয়েন্টি সিরিজে ম্যাক্সওয়েলের পারফরমেন্স ছিল দুর্দান্ত। তাই র্যাংকিং লেগেছে তার ছোঁয়া। আইসিসির নতুন র্যাংকিংয়ে সেরা অলরাউন্ডার তালিকায় সাকিবকে সরিয়ে ম্যাক্সওয়েল উঠে এসেছে শীর্ষ অবস্থানে।
ত্রিদেশীয় ট্রান্স-তাসমান টি-টোয়েন্টি সিরিজে সেঞ্চুরি সহ ২৩৩ রান করেছে ম্যাক্সওয়েল, সাথে ছিল তিন উইকেট। মূলত তার পারফরমেন্সের জন্য অস্ট্রেলিয়া অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। অন্যদিকে সাকিব দেশের মাটিতে শ্রীলঙ্কার সাথে আঙ্গুলের ইনজুরির জন্য মিস করেছে সিরিজ। আর এখানেই পিছিয়ে গিয়েছে সে। তাই শীর্ষ অবস্থান ম্যাক্সওয়েলকে ছেড়ে দিয়ে নেমে যেতে হয়ে দুইয়ে।
অস্ট্রেলিয়ান অলরাউন্ডারের রেটিং পয়েন্ট এখন ৩৯০, সাকিবের ৩২৬। অলরাউন্ডারদের তিন, চার ও পাঁচে আগের মতোই আছেন যথাক্রমে মোহাম্মদ নবি, মারলন স্যামুয়েলস ও জেপি দুমিনি। এই নিয়ে তৃতীয়বার অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলেন ম্যাক্সওয়েল।