

নিদাহাস ট্রফির প্রথম ম্যাচেই মুখোমুখি হবে ভারত-শ্রীলঙ্কা। মার্চের ৬ তারিখে শুরু হতে যাওয়া ম্যাচে দেখা মিলবে না ভারতের প্রথম সারির সেরা পাঁচ সদস্যকে। আজ (রবিবার) বিসিসিআই ঘোষণা করেছে ১৫ সদস্যের দল। দক্ষিণ আফ্রিকায় লম্বা সফরের ক্লান্তি দূর করতে বিশ্রাম দিয়েছে কোহলি সহ আরো পাঁচ জনকে।
কোহলির পরিবর্তে দলের অধিনায়কত্ব করবেন রোহিত শর্মা। ভিরাট কোহলি ছাড়াও মহেন্দ্র সিং ধোনি, ভুবেনশ্বর কুমার, হার্দিক পান্ডীয়া ও জাসপ্রিত বুমরাহকে বিশ্রামে পাঠানোর হয়েছে। এছাড়াও কুলদীপ যাদবকে এই সিরিজের বাইরে রেখেছে বোর্ড।
প্রথমবারের মতো ভারতীয় দলে ডাক পেয়েছেন বিজয় শঙ্কর। দীর্ঘদিন পর দক্ষিণ আফ্রিকা সফরে ডাক পাওয়া রায়না ধরে রেখেছেন যায়গা। এছাড়াও এই দলে রয়েছেন মানিশ পান্ডে, শারদুল ঠাকুর, সুন্দার, দিপাক হুদার মতো তরুণ ক্রিকেটার।
নিয়মিত উইকেট রক্ষক দীনেশ কার্তিক থাকার পরও দলে ডাক পেয়েছেন সম্ভাবনাময় রিশাব পান্ত। চাহালের সাথে স্পিনার হিসেবে থাকছেন আক্সার প্যাটেল। আছে সবার নজরকাড়া ওয়াশিংটন সুন্দার। পেস বোলার হিসেবে ফিরেছেন উনাদকাট ও মোহাম্মদ সিরাজ।
ভারতের ১৫ সদস্যর দলঃ
রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, দীনেশ কার্তিক, সুরেশ রায়না, মানিশ পান্ডে, রিশাব পান্ত, দিপক হুদা, আক্সার প্যাটেল, বিজয় শঙ্কর, শারদুল ঠাকুর, মোহাম্মদ সিরাজ, জয়দেব উনাদকাট, যুবেন্দ্র চাহাল, ওয়াশিংটন সুন্দার।