

আর মাত্র দিন দশেক পড়েই মাঠে গড়াচ্ছে তিন জাতি টি-টোয়েন্টি ক্রিকেটের আসর ‘নিদাহাস ট্রফি’। যেখানে ভারত, শ্রীলঙ্কা ছাড়াও অংশগ্রহণ করবে টিম বাংলাদেশ। ১১ দিনের এই এই টুর্নামেন্ট ভারত-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে পর্দা উঠবে আগামি ৬ মার্চ। সেই সিরজের জন্যই বাংলাদেশের দলে অভিজ্ঞ ক্রিকেটারদেকেই বেশি প্রয়োজন হবে বলে মনে করছেন বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক ও জাতিয় দলের টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।
সম্প্রতি সময়ের ফর্ম বিবেচনাতে সময়টা খুব একটা সুখকর যাচ্ছে না বাংলাদেশের জন্য। তার উপর খেলাটা যেহেতু টি-টোয়েন্টি, সাথে নিদাহাস কাপের দুই প্রতিপক্ষ ভারত ও শ্রীলঙ্কা যখন এই ফরম্যাটে বিশ্ব চ্যাম্পিয়নও। তখন বাড়তি ভাবনাটা মোটেও বাড়াবাড়ি না। সেসব কথা মাথায় নিয়েই সুজন জানান, ‘নিদাহাস ট্রফিতে যেহেতু ভারত ও শ্রীলঙ্কা আছে, তাই আমাদের একটু অভিজ্ঞ প্লেয়ারের প্রয়োজন হবে বলে আমি মনে করি।’
প্রতিপক্ষ অমন দুই দলের সামনে বাংলাদেশ দল তারুণ্য নির্ভর হলে সাফল্য কতখানি আসবে সেটা খুব সহজেই অনুমেয়। তাছাড়া ঘরের মাঠে সদ্য শেষ হওয়া শ্রীলঙ্কার বিপক্ষে ছয়’জনকে করানো হয়েছিল অভিষেক। কিন্তু তাতে লাভের পরিমাণ যে খুব বেশি ছিল না তা সহজেই বলে দেওয়া যায়।
তবে টাইগার ক্রিকেটের জন্য আগামীর কথা ভেবে তরুণদেরকে নিয়ে বেশ আশাবাদী হয়ে সুজন বলেন, ‘বাংলাদেশ দলের জন্য সামনে যে লম্বা সূচি আসছে সেখানে দেখা যাচ্ছে প্রায় ১৫৫ দিন আমাদের ট্যুরের মধ্যে থাকতে হবে। এর মধ্যে বিশ্রাম নেই, সাথে ইনজুরি থাকতে পারে। ক্রিকেটারদের অফফর্ম যেতে পারে। ভবিষ্যতের কথা ভেবে প্লেয়ার তো তৈরি করতে হবে আমাদের।’