

বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। নান্নুর ক্যারিয়ার সেরা ইনিংসটা ছিল ১৯৯৯ বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে (৬৮*)। টেস্ট স্ট্যাটাস পাবার আগে বাংলাদেশ ঐ ম্যাচে জিতেছিল ২২ রানে। টেস্ট স্ট্যাটাস পাবার পর স্কটল্যান্ডের বিপক্ষে ফল হওয়া ৩ ওয়ানডে ম্যাচে আধিপত্য বজায় রেখেই জিতেছে বাংলাদেশ (৬ উইকেটে, ১৪৬ রানে ও ৬ উইকেটে)।
তবে দুঃস্বপ্ন হয়ে আছে ২০১২ সালের টি-টোয়েন্টি ম্যাচ। স্কটল্যান্ডের বিপক্ষে ঐ একবারই টি-টোয়েন্টি খেলেছিল বাংলাদেশ। আর সেখানে তামিম, সাকিব, আশরাফুল, মুশফিক, রিয়াদ, মাশরাফিদের উপস্থিতিতেই লজ্জা পেয়েছিল বাংলাদেশ। স্কটল্যান্ডের ১৬২/৭ এর জবাবে বাংলাদেশ থেমে গিয়েছিল ১২৮/১০ এ। ৩৪ রানে পরাজয় নিয়ে মাঠ ছেড়েছিল মুশফিকুর রহিমের দল।
বছর পেরিয়েছে প্রায় ৬। তবে দুঃস্বপ্নের এই ফরম্যাটে (টি-টোয়েন্টি) এখনও কোন ভালো খবর আসেনি বাংলাদেশ ক্রিকেটে। আজ যেমন অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচ শেষে হালনাগাদ করা হয়েছে আইসিসি টি-টোয়েন্টি দলের র্যাংকিং। সেখানে লঙ্কানদের বিপক্ষে দুই ম্যাচের সিরিজে ধবলধোলাই হওয়া বাংলাদেশের রেটিং পয়েন্ট কমেছে ৪। সিরিজ শুরুর আগে রেটিং পয়েন্ট ছিল ৭৬, সিরিজ শেষে এখন তা কমে দাঁড়িয়েছে ৭২ এ। যদিও অবস্থানে নড়চড় হয়নি। বাংলাদেশ আছে দশম স্থানেই। বাংলাদেশের পরে থাকা স্কটল্যান্ডের রেটিং পয়েন্ট ৬৭। নিদাহাস ট্রফিতে ফলাফল দৃষ্টিকটু হলে বাংলাদেশ নেমে যেতে পারে স্কটল্যান্ডেরও নিচে!
বাংলাদেশ সিরিজ হেরে খুইয়েছে পয়েন্ট, আর সিরিজ জিতে ৩ পয়েন্ট বাড়িয়ে নিয়েছে শ্রীলঙ্কা। ৯১ পয়েন্ট নিয়ে র্যাংকিংয়ের আটে শ্রীলঙ্কা। ১২৬ রেটিং পয়েন্ট নিয়ে সবার উপরে পাকিস্তান।