

এবারের ডিপিএলে নিজেদের প্রথম দুই ম্যাচে টানা দুই জয় তুলে নিয়ে নিজেদের সক্ষমতাটা বেশ ভালো করেই জানান দিচ্ছিলো শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এরপর পড়লো মোহামেডানে কাটা! এক ম্যাচ পর লিগের চতুর্থ রাউন্ডে আজ প্রাইম ব্যাংক’কে ৫ উইকেটে হারিয়ে আবারো জয়ে ফিরলো ধানমন্ডির এই ক্লাবটি। উঠে এলো পয়েন্ট টেবিলের দুই নাম্বার পজিশনে।
ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে এদিন টস ভাগ্য কথা বলা প্রাইম ব্যাংকের হয়ে। ওদের অধিনায়ক মেহেদি মারুফ এদিন আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে শাহনাজ আহমেদের সাথে আসেন ওপেন করতে। দু’জনের শুরুর ৪৯ রানের জুটিতে শাহনাজ ফেরে ১৪ রানেই। তারপর মারুফও আউট হয়ে যান ব্যক্তিগত ৪১ রান করেই।
তারপর জাকির, আল-আমিন, আরিফুলরা সেট হয়েও বড় ইনিংস খেলতে না পারলে ১৩৭ রানেই ৬ উইকেটের পতন ঘটে প্রাইম ব্যাংকের। শেষ দিকে সাজ্জাদুল ও দেলওয়ারের ৫৮ রানের পার্টনারশিপের উপর ভর দিয়েই ২২৭ রানে থামে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের রান। শেখ জামালের হয়ে ৩৪ রানে তিন উইকেট নেন পেসার রবিউল হক।
২২৮ রানের উদ্দেশ্যে ব্যাট করতে নেমে দুই ওপেনার সৈকত ও জিয়াউরের ব্যাটে ভাল শুরু পায় শেখ জামাল ধানমন্ডি ক্লাব। দু’জনে স্কোর বোর্ডে যোগ করেন ৭০ রান। সৈকত ৩৯ রানে আউট হয়ে গেলেও তিনে নামা রাকিনের সাথে মিলে আরো ৬৫ রান যোগ করার পথে লিস্ট-এ ক্রিকেটে নিজের ১৬ নাম্বার অর্ধশতক তুলে নেন জিয়াউর, ফেরেন ৬৭ রানে।
এরপর রাকিন (১৮), দিকবিজয় রাঙ্গি (৩৯) ও ইলিয়াস সানি (১৩) আউট হয়ে গেলেও সমস্যা হয়নি তাতে। শেষ দিকে তানভীর হায়দারকে সাথে নিয়ে জামাল অধিনায়ক নুরুল হাসান সোহান ৫ উইকেটের ব্যবধানে দলের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন। এই জয়ের ফলে চার ম্যাচে তিন জয়ে টেবিলের দ্বিতীয় অবস্থানে উঠে এলো শেখ জামাল ধানমন্ডি ক্লাব
সংক্ষিপ্ত স্কোরঃ
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবঃ ২২৭/১০ (৫০ ওভার) মেহেদি মারুফ ৪১, সাজাদ্দুল হক ৩৫, জাকির হাসান ২৭, রবিউল হক ৩/৩৪, ইলিয়াস সানি ২/৩৪, আবু জায়েদ ২/৬২
শেখ জামাল ধানমন্ডি ক্লাবঃ ২২৯/৫ (৪৪.৪ ওভার) জিয়াউর রহমান ৬৭, সৈকত আলি ৩৯, দিকবিজয় রাঙ্গি ৩৯, মনির হোসেন ২/৩৮, দেলওয়ার হোসেন ১/৩১, আরিফুল হক ১/৩৮
ফলাফলঃ শেখ জামাল ধানমন্ডি ক্লাব ৫ উইকেটে জয়ী
ম্যাচসেরাঃ জিয়াউর রহমান (শেখ জামাল ধানমন্ডি ক্লাব)