

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথম ফিফটির দেখা পেয়েছিলেন। ৭৫ রানে হারা দ্বিতীয় ম্যাচে অবশ্য কোন রানই করতে পারেননি। গতকাল (১৮ ফেব্রুয়ারি) রাতে জাতীয় দলের হয়ে ‘০’ রান করে আউট হওয়া সৌম্য সরকার আজ দিনের বেলা ক্লাবের হয়েও ‘০’ রানে আউট হয়েছেন।
গতকাল আকিলা ধনঞ্জয়ার অফসাইডের অনেক বাইরের বল তাড়া করে উড়িয়ে মেরেছিলেন সৌম্য সরকার। কুশল মেন্ডিস ধরেছিলেন সহজ এক ক্যাচ। আজ মোহামেডান স্পোর্টিং ক্লাবের শুভাশিস রায়ের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরার আগে সৌম্য করতে পারেননি কোন রান।
জাতীয় দলের দায়িত্ব সেরে গতকাল রাতেই ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছিলেন একঝাক ক্রিকেটার। তাদের মধ্যে ছিলেন সৌম্য সরকারও। তবে জার্সি বদল হলেও বদল হয়নি সৌম্যের ভাগ্যের।
মোহামেডান স্পোর্টিং ক্লাবের ৩৩৬ রানের পাহাড়সম টার্গেটে ব্যাট করতে নামা অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের খুব করে দরকার ছিল ওপেনার সৌম্য সরকারের ব্যাটে বড় রান। তেমনটি হয়নি। বরং ৭ রান করে আউট হয়েছেন অপর ওপেনার আজমির আহমেদও।
বল হাতে গতকালই প্রথম টি-টোয়েন্টি উইকেটের স্বাদ পাওয়া সৌম্য সরকার আজও ছিলেন উজ্জ্বল। ৭ ওভার বল করে ৩২ রান খরচে সৌম্য তুলে নেন দুই উইকেট।