

২০১৩ সালে ভারতের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৯১ রান করেছিলেন রোহিত শর্মা। ৬ ম্যাচের ঐ দ্বিপাক্ষিক সিরিজে করা রোহিত শর্মার ৪৯১ রানই এতোদিন ছিল দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে কোন ব্যাটসম্যানের সর্বোচ্চ রান। আজ (১৬ ফেব্রুয়ারি) রোহিত শর্মাকে টপকে গেছেন ভারতীয় কাপ্তান ভিরাট কোহলি।
প্রথম কোন ব্যাটসম্যান হিসেবে দ্বিপাক্ষিক কোন ওয়ানডে সিরিজে ৫০০ রানের গন্ডি পার করেছেন ভিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, দক্ষিণ আফ্রিকার মাটিতে ৬ ম্যাচের ওয়ানডে সিরিজে ভিরাট কোহলি সেঞ্চুরি করেছেন তিনটি, ফিফটি করেছেন ১ টি, মোট রান ৫৫৮। গড়টা অবিশ্বাস্য, ১৮৬! ৬ ম্যাচে তার রান যথাক্রমে- ১১২, ৪৬*, ১৬০*, ৭৫, ৩৬, ১২৯*।
ভারতের জাতীয় ক্রিকেট দলের রান মেশিনের নাম ভিরাট কোহলি। ক্রিকেট বিশ্বের ভয়ংকরতম ব্যাটসম্যানের নাম ভিরাট কোহলি। শচীন টেন্ডুলকারের রেকর্ডের পেছনে ধাওয়া করতে পারে একজনই, তার নাম ভিরাট কোহলি। আজ যেমন নিজের ২০০ তম ওয়ানডে ইনিংস খেলতে নেমে কোহলি পেয়েছেন ৩৫ তম ওয়ানডে শতকের দেখা। ৪৫২ ইনিংসে ৪৯ সেঞ্চুরির মালিক শচীন টেন্ডুলকারের চেয়ে আর ১৪ ধাপ পিছিয়ে কোহলি।
প্রথম কোন ভারতীয় ব্যাটসম্যান হিসেবে দ্বিপাক্ষিক সিরিজে ৩ সেঞ্চুরি করলেন ভিরাট কোহলি। এটি অধিনায়ক হিসেবে কোহলির ১৩ তম শতক (৪৬ ইনিংসে)। ৯৮ ইনিংসে সমান ১৩ সেঞ্চুরি অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের। ২২০ ইনিংসে ২২ সেঞ্চুরি নিয়ে অবশ্য কোহলির চেয়ে এগিয়ে রিকি পন্টিং।