

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ হেরেছে নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসের সর্বোচ্চ রান (১৯৩) করে। অপরদিকে শ্রীলঙ্কা জিতেছে নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসের সর্বোচ্চ রান তাড়া করে। ম্যাচের পর লঙ্কান ওপেনার ধানুশকা গুনাথিলাকা দলের ব্যাটসম্যানদের প্রশংসা করেছেন।
মিরপুরের উইকেট ব্যাটিং বান্ধব ছিল বটে। তবে শ্রীলঙ্কা ১৯৩ রান তাড়া করে ম্যাচ জিতেছে ২০ বল হাতে রেখেই। তাই নিজেদের প্রাপ্য কৃতিত্ব দিতে ভোলেননি গুনাথিলাকা। তিনি বলেন, ‘উইকেট ব্যাটিং বান্ধব ছিল। এবং আমাদের ব্যাটসম্যানরা অসাধারণ খেলেছে। আমরা শুরু থেকেই আক্রমণাত্মক খেলেছি। কেননা ১৯০ রানের বেশি আমাদের অতিক্রম করতে হবে বিষয়টি আমাদের মাথায় ছিল। তাই শুরু থেকেই আমরা বোলারদের চাপে রেখেছি।’
আঙুলের চোটে আগে থেকেই ছিটকে গেছিলেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। ইনজুরি খেলতে দেয়নি তামিম ইকবালকেও। চোট জর্জরিত টাইগার শিবিরের মতো লঙ্কান শিবিরেও ইনজুরির ছড়াছড়ি। ক্রিকেটে এটা স্বাভাবিক ঘটনা বলেছেন গুনাথিলাকা।
‘সাকিব বাংলাদেশের প্রধান খেলোয়াড়। কিন্তু আপনারা জানেন আমাদের দলেও তিনটি ইনজুরি আছে। আসিলা গুনারত্নে, অ্যাঞ্জেলো ম্যাথুস ও কুশল পেরেরা খেলতে পারেনি। ক্রিকেটে এটা থাকবেই।’