‘অপু ছাড়া পুরো বোলিং ইউনিটই বাজে করেছে’

featured photo1 38
Vinkmag ad

আগে ব্যাট করে ১৯৩ রান স্কোরবোর্ডে জমা করেছিল ব্যাটসম্যানরা। বোলারদের নিদারুণ ব্যর্থতায় ব্যাটসম্যানদের কৃতিত্ব মিলিয়ে গেছে। বাংলাদেশ ম্যাচ হেরেছে ২০ বল বাকি থাকতেই। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে অধিনায়কও দুষলেন বোলারদের। 

ব্যাটিং সহায়ক উইকেটে ১৯৩ রান তুললেও রিয়াদ মনে করেন ২০০ এর বেশি রান করলে ভাল হতো। রিয়াদ বলেন, ‘২০০–এর ওপরে গেলে ভালো হতো। কিন্তু এটা ভালো স্কোর। ব্যাটসম্যানরা তাদের কাজ করেছে। বোলাররা ভালো লেন্থে বল করতে পারেনি। শুরুতেও উইকেট নিতে পারেনি।’

বোলারদের লেন্থ নিয়ে অসন্তুষ্ট রিয়াদ বলেন, ‘এই উইকেটে ঠিক লেন্থে বোলিং করা গুরুত্বপূর্ণ। উইকেট ভালো ছিল। সুন্দর ব্যাটে আসছিল। আমরা ভালো লেন্থে বোলিং করতে পারিনি।’

273235
অভিষেকেই দুই উইকেট নিয়ে উজ্জ্বল ছিলেন নাজমুল ইসলাম অপু

২ ওভারে ৩৩ রান দেওয়া সাইফউদ্দিনকে অবশ্য আগলে রাখেন রিয়াদ, ‘সাইফউদ্দিনকে নিয়ে কনসার্ন না। হয়তো নিজের পরিকল্পনাগুলো কাজে লাগাতে পারেনি। ফিল্ড সেটআপ যেটা ছিল, যেটা চাচ্ছিলাম হয়তো সেই লেন্থ অনুযায়ী বোলিং করতে পারেনি। আশা করি সে এটা নিয়ে কাজ করব।’

রিয়াদ যোগ করেন, ‘খেলতে খেলতেই শিখবে। অসুবিধা নেই। সাইফউদ্দিন একদিন ম্যাচ জেতাবে বাংলাদেশকে, এটা বিশ্বাস করি। যত তাড়াতাড়ি ভুলগুলো থেকে যদি শিখতে পারে, ওর জন্য ভালো, আমাদের দলের জন্য বেটার। ওকে একা দোষ দেওয়া ঠিক হবে না’

অধিনায়কের মতে নাজমুল ইসলাম অপু ছাড়া পুরো বোলিং ইউনিটই ব্যর্থ। রিয়াদ বলেন, ‘যখন জিতি দল হিসেবে জিতি, হারলেও দল হিসেবে হারি। কারও দিকে আঙুল তোলা ঠিক নয়। অপু বাদে পুরো বোলিং বিভাগ বাজে করেছে। বোলিং নিয়ে আরও কাজ করতে হবে।’

Shihab Ahsan Khan

Shihab Ahsan Khan, Editorial Writer- Cricket97

Read Previous

সাকিব আছে, সাকিব নেই!

Read Next

‘আমাদের দলেও ইনজুরি আছে’

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share