

টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ দলের পারফরম্যান্স বেশ প্রশ্নবিদ্ধ। এই ফরম্যাটে আফগানিস্তানের চেয়েও র্যাংকিংয়ে পিছিয়ে বাংলাদেশ। ওয়ানডে বা টেস্ট ফরম্যাটে বিশ্বের ক্রিকেট খেলিয়ে দলগুলোর কাছ থেকে যেরকম সমীহ আদায় করে নিয়েছে বাংলাদেশ দল, সেরকম কিছু হয়নি এই টি-টোয়েন্টি ফরম্যাটে। তবে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেই সবাইকে বার্তা দিতে চান মাহমুদউল্লাহ রিয়াদ।
আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টির আগে আজ মাহমুদউল্লাহ রিয়াদ সংবাদ সম্মেলনে এসে বলেন, ‘টি-টোয়েন্টি পুরোপুরি ভিন্ন ধরনের খেলা। এই খেলার গতিটাও ভিন্ন। আমাদের টি-টোয়েন্টি সামর্থ্যের ওপর যে প্রশ্নবোধক চিহ্নটা আছে, আমরা সেটা সরাতে চাই।’
মাহমুদউল্লাহ রিয়াদ নিজেও জানেন টেস্ট ও ওয়ানডেতে যেমন সাফল্য এসেছে টি-টোয়েন্টিতে তেমনটা হয়নি। এবার বিশ্বকে সেই বার্তাই দিতে চান মাহমুদউল্লাহ রিয়াদ, ‘আমরা পৃথিবীর প্রতিটি দলকে একটা বার্তা দিয়ে রাখতে চাই যে টেস্ট ও ওয়ানডেতে আমরা যেভাবে এগোচ্ছিলাম, টি-টোয়েন্টিতেও আমরা সেভাবেই এগিয়েছি।’
ঘরের মাঠে প্রত্যাশার পারদ উপরেই থাকে, এটা সমস্যার কারণ কিনা জানতে চাইলে রিয়াদ বলেন, ‘আসলে এসব বলে লাভ নেই। তিন বছর ধরে ধারাবাহিকভাবে ঘরের মাঠে ভালো খেলে, জিতে এই প্রত্যাশাটা আমরাই বাড়িয়েছি। সেই প্রত্যাশা অনুযায়ী আমরা এই সিরিজটা খেলতে পারিনি।’
দলে এখন ছয়জন নতুন মুখ। তবে কারা একাদশে খেলবেন তা এখনো ঠিক করেনি টিম ম্যানেজমেন্ট। রিয়াদ বলেন, ‘আমাদের প্রথম একাদশে কারা খেলবেন সেটা এখনো ঠিক হয়নি। অবশ্য নতুন যারা সুযোগ পেয়েছেন তাদের ওপর আস্থা রাখতেই হচ্ছে। নিজেকে প্রমান করেই দলে সুযোগ পেয়েছেন তারা। আশা করছি যারাই একাদশে সুযোগ পাবেন নিজের সামর্থ্যের সেরাটা দিয়েই খেলবেন এবং ভালো কিছু করবেন বলেও আমার বিশ্বাস।’