

নতুন দল, নতুন অধিনায়ক, নতুন সংস্করণ আর কিছু নতুন স্বপ্ন নিয়ে আগামি বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে শ্রীলঙ্কার সাথে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। পঞ্চপান্ডবের দুজনকে বাইরে রেখে সাজাতে হবে দল। দলে সুযোগ পেয়েছে একঝাঁক তরুণ মুখ। নতুনরাই উড়াবে বিজয় কেতন, এমনটাই মনে করে দলের অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল।
আজ (মঙ্গলবার) সাকিবের পরিবর্তে নাজমুল হোসেন ওপুর নাম ঘোষণা করা হয়েছে, সেই সাথে রিয়াদকে দেওয়া হয়েছে অধিনায়কের দায়িত্ব।
ওপু ছাড়াও জাতীয় দলে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন আরিফুল হক, আফিফ হোসেন, মেহেদী হাসান, জাকির হাসান ও আবু জায়েদ রাহী। সবাই দেশের হয়ে খেলায় অপেক্ষায় আছে।

নতুনদের নিয়ে দারুণ আশাবাদী তামিম। তিনি আজ সংবাদ সম্মেলনে এসে নতুনের জয়গান গেয়ে গেলে। তামিম বলেন, ‘আমি দুই-তিনজনের নাম উল্লেখ করি। বিশেষ করে আবু জায়েদ রাহীকে আমি জাতীয় দলে জায়গা পাওয়ার দাবিদার মনে করি। গত দুই বছর ধরে বিপিএলে শীর্ষ বোলারদের একজন। আরিফুল হকও গত দুই তিন বছর ধরে বিপিএলে নিয়মিত ভালো খেলে যাচ্ছে। আমরা সবসময় এমন খেলোয়াড়ের কথা বলি যে ম্যাচটা শেষ করে দিয়ে আসতে পারবে।’
টি-টোয়েন্টিতে বাংলাদেশেরও ভাল সম্ভাবনা রয়েছে বলে মনে করেন তামিম। দেশের হয়ে টি-টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরির মালিক তামিম বলেন, ‘কোন ধরনের পরিকল্পনায় আমরা এগোবো, সেটা ঠিক করার এখনই আসল সময়। কারণ ২০২০ সালের বিশ্বকাপ আছে। এখনও হাতে আমাদের অনেক সময়। আমার বিশ্বাস, এই ফরম্যাটে আমরা আগের চেয়েও ভালো করতে পারবো। কারণ আন্তর্জাতিক মানের ঘরোয়া প্রতিযোগিতা বিপিএল খেলি আমরা।’
টি-টোয়েন্টি সিরিজ জিতে ত্রিদেশীয় সিরিজ ও টেস্ট সিরিজ হারের দুঃখ ভুলতে চান তামিম। তিনি বলেন, ‘কীভাবে নিজের সেরাটা দেওয়া যায়, সেটাই চিন্তা করছি আমরা। এখন একটাই লক্ষ্য, আমাদের পরের সিরিজ ভালো খেলতে হবে। ছেলেদের রান করতে হবে, উইকেট পেতে হবে। যদি আমরা সেরাটা দেই তাহলে চমৎকার টি-টোয়েন্টি সিরিজ হবে।’
‘আমার বলার কিছু নেই। অধিনায়ক যারা ঠিক করেন উনারা বলতে পারবেন। এটা নিয়ে এতটুকু বলতে পারি আমাদের দল থেমে আছে, তা না।’
অধিনায়কত্ব নিয়ে নিজের কোন আক্ষেপ নেই বলে জানান তামিম। তিনি বলেন,
‘যেই অধিনায়ক হোক না কেন, সেটা আলাদা ব্যাপার। আমরা চেষ্টা করছি, ব্যক্তি ও দল হিসেবে যতটুকু ভালো করা দরকার। বিশেষ করে ওয়ানডেতে যে ভুল করেছি- টেস্টটা যদি বাইরে রাখি- যেহেতু ওয়ানডে ও টি-টোয়েন্টির মধ্যে মিল আছে- সেটা যেন না হয়। আমাদের পারফর্ম করতে হবে। কে অধিনায়ক হবে, সেটা এই মুহূর্তে একদমই গুরুত্বপূর্ণ নয়।’