

আগামী ১৫ ফেব্রুয়ারি মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ। ১৮ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বাংলাদেশ সফর শেষ হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি দিয়ে। এই দুই ম্যাচেই বাংলাদেশ দলকে নেতৃত্ব দিবেন মাহমুদউল্লাহ রিয়াদ।
আঙুলের চোট থেকে সেরে না ওঠা সাকিব আল হাসানকে রেখেই টি-টোয়েন্টির দল ঘোষণা করেছিল বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড)। ডাক্তারের পরামর্শের পর সাকিব নিজেই জানিয়েছেন খেলার অবস্থায় নাই তিনি। এমতাবস্থায় টি-টোয়েন্টিতে কোন ডেপুটি ক্যাপ্টেনের নাম না থাকায় ধোঁয়াশা তৈরি হয়েছিল, কে হবেন টি-টোয়েন্টি অধিনায়ক।
টেস্টে নেতৃত্ব দেওয়া মাহমুদউল্লাহ রিয়াদ ও তামিম ইকবাল ছিলেন বিবেচনায়। তবে সন্ধ্যায় বিসিবি জানিয়েছে, সাকিবের অনুপস্থিতিতে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন মাহমুদউল্লাহ।
এছাড়া সাকিব আল হাসানের পরিবর্তে দলে সুযোগ পাচ্ছেন নাজমুল ইসলাম ওপু। ওপুকে দিয়ে ১৫ জনের স্কোয়াডে নতুন মুখের সংখ্যা এখন ৬।
বাংলাদেশ টি-টোয়েন্টি দল
মাহমুদউল্লাহ (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু হায়দার রনি, আবু জায়েদ রাহি, আরিফুল হক, মেহেদি হাসান, জাকির হাসান, আফিফ হোসেন ধ্রুব ও নাজমুল হোসেন ওপু।