

দ্বিতীয় রাউন্ডের পর একদিন বিরতি দিয়ে আজ (মঙ্গলবার) আবার মাঠে গড়িয়েছে ডিপিএলের তৃতীয় রাউন্ডের খেলা। যেখানে শুরুতে আশরাফুল-তাইবুরের সেঞ্চুরির পর লিটন দাসের শতকে ২৯১ রানের পাহাড়সম লক্ষ্য টপকিয়ে কলাবাগানকে ৮ উইকেটে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিল প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব।
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা পরিষদ (বিকেএসপি) এর চার নাম্বার মাঠে সকালে টসে জিতে শুরুতেই কলাবাগান কেসিকে আগে ব্যাট করতে পাঠান দোলেশ্বর অধিনায়ক ফরহাদ রেজা। কলাবাগানের হয়ে জসিমউদ্দিনের সাথে ইনিংস শুরু করতে এসে দলীয় ১২ রানেই ফিরে যান তাসামুল হক। এরপর ক্রিজে আসেন নতুন ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুল।
ব্যক্তিগত ২৪ রান করে জসিমউদ্দিন প্যাভিলিয়নে ফিরে যাওয়ার ৫ রান পরেই মানিকের বলে জাতিন সাক্সেনার আউট হয়ে গেলে ৪৭ রানেই ৩ উইকেট হারিয়ে বসে কলাবাগান। এরপর তাইবুর রহমানের সাথে ১৮৮ রানের পার্টনারশিপ গড়ে আরাফাত সানির বলে ফিরে যাওয়ার আগে লিস্ট-এ ক্যারিয়ারে নিজের ছয় নাম্বার সেঞ্চুরি তুলে নেন আশরাফুল। এরপর তাইবুরের ক্যারিয়ারের প্রথম শতকের সাথে শেষ দিকে মুক্তার আলির ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ওভার শেষে ২৯০ রানের সংগ্রহ পায় কলাবাগান কেসি।
২৯১ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ভাল সংগ্রহ পায় দোলেশ্বর। ইমতিয়াজ ও লিটন দাসের ওপেনিং জুটি থেকে আসে ৮৫ রান, জাতিন সাক্সেনার বলে ইমতিয়াজ ৪০ রান করে আউট হলে ভাঙ্গে এই পার্টনারশিপ। এরপর ফাজলে মাহমুদ ব্যক্তিগত ১৬ রানে ফিরে গেলে মার্শাল আয়ুবকে সাথে নিয়ে অবিচ্ছেদ্য ১৭০ রানে জুটি গড়ে ৮ উইকেটের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে লিটন দাস।
মার্শাল আয়ুব ৯১ রানে অপরাজিত থাকলেও এদিন ঠিকই লিস্ট-এ ক্যারিয়ারে নিজের ৫ নাম্বার শতক তুলে নেন লিটন, নিজে অপরাজিত থাকেন ১৪৩ রানে। এই জয়ের ফলে দোলেশ্বরের ৩ ম্যাচে দুই জয়ের বিপরীতে সমান ৩ ম্যাচে এখনো জয়ের মুখ দেখা হয়নি কলাবাগান ক্রীড়া চক্রের ।
সংক্ষিপ্ত স্কোরঃ
কলাবাগান ক্রীড়া চক্রঃ ২৯০/৪ (৫০) তাইবুর রহমান ১১৪*, মোহাম্মদ আশরাফুল ১০৪, মুক্তার আলি ৪০*, মানিক খান ২/৪৪, আরাফাত সানি ২/৪৯
প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবঃ ২৯১/২ (৪৫ ওভার) লিটন দাস ১৪৩*, মার্শাল আয়ুব ৯১*, ইমতিয়াজ হোসেন ৪০, জাতিন সাক্সেনার ২/৫৭
ফলাফলঃ প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব ৮ উইকেটে জয়ী
ম্যাচসেরাঃ লিটন দাস (প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব)