

ডিপিএলের (ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ) এবারের আসরে প্রথমবারের মতো খেলতে নেমেই সেঞ্চুরি করলেন প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের লিটন কুমার দাস। লিটন দাসের ব্যাটে কলাবাগান ক্রিড়া চক্রের ২৯০ রানের ভালোই জবাব দিচ্ছে প্রাইম দোলেশ্বর।
সাভারে বিকেএসপির (বাংলাদেশ ক্রিড়া শিক্ষা প্রতিষ্ঠান) চার নম্বর গ্রাউন্ডে টসে হেরে আগে ব্যাট করেছিল কলাবাগান ক্রিড়া চক্র। মোহাম্মদ আশরাফুল (১০৪) ও তাইবুর রহমানের (১১৪*) জোড়া সেঞ্চুরি এবং অধিনায়ক মুক্তার আলির টর্নেডো ইনিংসে (১৬ বলে ৪০*) ২৯০ রান স্কোরবোর্ডে জমা করে কলাবাগান।
২৯১ রানের লক্ষ্যে লিটন-ইমতিয়াজের ওপেনিং জুটিতে প্রাইম দোলেশ্বর পায় উড়ন্ত শুরু। ৫১ বলে ৪০ রান করে ইমতিয়াজ হোসেন তান্না যখন আউট হন দলের রান তখন ৮৫। এরপর ফজলে মাহমুদ ও মার্শাল আইয়ুবদের সাথে জুটি গড়ে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন লিটন দাস।
এদিন শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন লিটন দাস। বোলারদের ওপর চড়াও হয়েই খেলতে থাকেন প্রথম থেকে। ৯৪ বলে ৮ চার ও ৩ ছয়ে সেঞ্চুরি পূর্ণ করেন লিটন দাস।
৭০ তম লিস্ট-এ ম্যাচ খেলতে থাকা লিটন দাসের এটি লিস্ট-এ ক্যারিয়ারের ৫ম সেঞ্চুরি। ৩৯ এর বেশি গড় নিয়ে লিটন দাস আজই পার করেছেন ২৫০০ রানের গন্ডি।