

ডিপিএলে (ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ) প্রথম দুই ম্যাচে ঠিক বলার মতো রান করতে পারেননি মোহাম্মদ আশরাফুল। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে করেছিলেন ১৪ রান, আবাহনী লিমিটিডের বিপক্ষে ২৫ রান। দুই ম্যাচেই হারের মুখ দেখেছিল তার দল কলাবাগান ক্রিড়া চক্র। অবশেষে তৃতীয় ম্যাচে এসে হেসেছে আশরাফুলের ব্যাট। প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের বিপক্ষে সেঞ্চুরি করেছেন তিনি।
সাভারে বিকেএসপির (বাংলাদেশ ক্রিড়া শিক্ষা প্রতিষ্ঠান) চার নম্বর গ্রাউন্ডে টসে জিতে আগে কলাবাগানকে ব্যাট করতে পাঠায় প্রাইম দোলেশ্বর। ৪৭ রানেই ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে কলাবাগান। আউট হন দুই ওপেনার তাসামুল হক, জসিমউদ্দিন এবং চারে নামা জাতিন সাক্সেনা।
সেখান থেকে তাইবুর রহমানকে সাথে নিয়ে দলের রান ২০০ পার করেন মোহাম্মদ আশরাফুল। আশরাফুলের সঙ্গে পাল্লা দিয়েই রান করেন তাইবুর।
২৪২ তম লিস্ট-এ ম্যাচ খেলতে থাকা মোহাম্মদ আশরাফুলের এটি ৬ষ্ঠ সেঞ্চুরি। ১১ টি চারে শতক পূর্ণ করেন মোহাম্মদ আশরাফুল। প্রতিবেদন লেখার সময় কলাবাগান ক্রিড়া চক্রের সংগ্রহ ৪৫ ওভারে ৩ উইকেটে ২২৯ রান। মোহাম্মদ আশরাফুল অপরাজিত ১০২ রান নিয়ে, তাইবুর রহমান ৯৫ রান করে অপরাজিত।