

বাংলাদেশ ক্রিকেট সাপোরটার্স অ্যাসোসিয়েশন ইউকে ( বিসিএসএ ইউকে) নিজেদের উদ্যোগে এক ইনডোর ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে। বাংলাদেশের সাবেক ৬ ক্রিকেটারের নামে ৬ টি আলাদা দলে ভাগ হয়ে খেলে বিসিএসএ ইউকের সদস্যরা। প্রাক্তন অধিনায়কদের স্মরণ করাই এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য ছিল।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন ৬ জন অধিনায়কের নামে নামকরণ করা হয় প্রতিটি দলের নাম। প্রাক্তন অধিনায়করা হলেন- মিনহাজুল আবেদীন নান্নু, ফারুক আহমেদ, শামীম কবির, রাকিবুল হাসান, শফিকুল হক হীরা এবং গাজী আশরাফ লিপু।
নান্নু একাদশ ও হীরা একাদশ ফাইনাল এ প্রতিদ্বন্দ্বিতা করে। টান টান উত্তেজনাপূর্ণ ফাইনাল টাই হলে, সুপার ওভারে খেলার ফলাফল নির্ধারিত হয়। যেখানে নান্নু একাদশ এর খেলোয়াড়দের চৌকষ নৈপুণ্যে দলটি চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে।
চ্যাম্পিয়ন ও রানার আপ দলকে পুরস্কৃত করা হয়. অংশগ্রহণকারী সকল খেলোয়াড়কে মেডেল প্রদান করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন আবদুস সালাম, প্রধান অতিথি আরফান আকরাম, বিশেষ অতিথি বৃন্দ ছিলেন- শহিদুল আলম রতন, নাসিত রহমান,সেলিম ইয়াসিন, জাওয়ার আলী, ইব্রাহিম মিয়া, আয়াজ করিম প্রমুখ।