

অলক কাপালির ব্যাটে ভর করে প্রথম ম্যাচ জিতেছিল ব্রাদার্স ইউনিয়ন। আজ(রবিবার) আবারো তার অলরাউন্ড পারফরম্যান্সে ভর করে শক্তিশালী প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে হারালো তারা।
ঢাকা প্রিমিয়ার লিগে প্রাইম ব্যাংককে ২৪ রানে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। বিকেএসপি ৩ নম্বর মাঠে ব্রাদার্সের ২৯৪ রান তাড়ায় প্রাইম ব্যাংক করতে পারে ২৭০। ব্রাদার্সের প্রথম ম্যাচে ৯৫ রানের সাথে ১ উইকেটে ভর করে মোহামেডানের সাথে জয় পেয়েছিল তারা। আজ (রবিবার) এই অলরাউন্ডার ব্যাট হাতে ৬৭ বলে ৭৯ রান করার পর বল হাতে নিয়েছেন ৩ উইকেট।
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামা ব্রাদার্সের উদ্বোধনী জুটিতে ৪৭ রান করে দারুণ শুরু এনে দেন মিজানুর রহমান ও জুনায়েদ সিদ্দিকী। ৪১ বলে ৩৬ রান করা মিজানুর আউট হন নাহিদুলের বলে। দ্বিতীয় উইকেট জুটিতে জুনায়েদ ও মাইশুকুর আরো যোগ করেন ৫৪ রান। । ৪৫ রানে ফেরেন জুনায়েদ, তিনি আউউ হওয়ার পর মাইশুকুরও থাকতে পারেনি বেশি সময়।
ইংলিশ রিক্রুট জন সিম্পসনও দ্রুত বিদায় নিলে বেশ সমস্যায় পড়ে ব্রাদার্স ইউনিয়ন। এই অবস্থা থেকে দলকে টেনে তুলেন অলোক কাপালি ও ইয়াসির আলী জুটি।
৯৫ রানের জুটিতে আলোক করেন ৭৯ রানের ঝকঝকে ইনিংস। আর ইয়াসির আলী করেন ৬৩ বলে ৬৯ রান। ৫০ ওভার শেষ ব্রাদার্সের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ২৯৪ রান।
২৯৫ রান তাড়া করতে নেমে প্রাইম ব্যাংক মাত্র ৩৭ রানে দুই উইকেট হারিয়ে ফেলে। জাকির হাসান ও ভারতীয় ক্রিকেটার কুনাল চান্ডেলা মিলে ৫১ রানের জুটি গড়েন। তাদের দুজনকেই ফেরান অলক। বিপিএলে ঝড় তোলা আরিফুল হক এদিন কিছুই করতে পারেননি। ১৫৭ রানে ৭ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় প্রাইম ব্যাংক। শেষ পর্যন্ত তারা ২৭০ রান করতে সামর্থ্য হয়। ব্রাদার্স ম্যাচ জেতে ২৪ রানে।
সংক্ষিপ্ত স্কোর:
ব্রাদার্স ইউনিয়ন: ৫০ ওভারে ২৯৪/৭,
মিজানুর ৩৬, জুনায়েদ ৪৫, মাইশুকুর ৩০, অলক ৭৯, সিম্পসন ১২, ইয়াসির ৬৯*,
দেলোয়ার ২/৫৪, নাহিদুল ১/৩০, মনির ১/৪১, আল আমিন ১/৪৭, আরিফুল ২/৭৬
প্রাইম ব্যাংক: ৪৭.৪ ওভারে ২৭০,
মারুফ ৯, জাকির ৫০, চান্ডেলা ৫০, আরিফুল ২, নাহিদুল ৮৮, দোলোয়ার ৩৬, ইফতেখার ১/২৬, খালেদ ২/৪৩, রানা ১/৪৭, অলক ৩/৪৬, শুভ ২/৫৪
ফলাফল: ব্রাদার্স ইউনিয়ন ২৪ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: অলক কাপালি