

মাঝে একদিন বিরতি দিয়ে আজ আবার মাঠে গড়িয়েছে ডিপিএলের দ্বিতীয় রাউন্ডের খেলা, যেখানে নিজেদের ঘরের মাঠে মোহামেডানকে ৬২ রানে হারিয়ে টুর্নামেন্টে প্রথম জয় তুলে নিলো লিজেন্ড অফ রুপগঞ্জ।
এবারের টুর্নামেন্টে পরাজয় দিয়েই শুরু করে নিজেদের প্রথম জয় তুলে নিতে আজ ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়াম টস করতে নামে দুই দল মোহামেডান স্পোর্টিং ক্লাব ও লিজেন্ড অফ রুপগঞ্জ। দলের নিয়মিত অধিনায়ক সাকিব-আল-হাসানের অনুপস্থিতিতে টসে জিতে শুরুতেই রুপগঞ্জকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান মোহামেডান দলপতি শামসুর রহমান। এদিন রুপগঞ্জের হয়ে ইনিংস শুরু করতে আসেন দুই ব্যাটসম্যান আব্দুল মাজিদ ও সালাউদ্দিন পাপ্পু।
এই দুই ব্যাটসম্যানের উদ্বোধনি জুটি থেকে আসে ৪৮ রান, ২২ রানে পাপ্পুর বিদায়ের মধ্য দিয়ে ভাঙ্গে এই জুটি। এরপর দলীয় ৫২ রানে নতুন ব্যাটসম্যান সামি আসলামও ফিরে গেলে রুপগঞ্জ অধিনায়ক নাঈম ইসলামকে সাথে নিয়ে ৮০ রানের পার্টনারশিপ গড়েন মাজিদ। এক রানের ব্যবধানে এই দুই ব্যাটসম্যান এনামুল হকের শিকারে পরিণত হয়ে ফিরলে কিছুটা চাপে পড়ে যায় রুপগঞ্জ।
এরপর ভারতীয় রিক্রুট অভিষেক মিত্রের হার না মানা ৪৫ রানের সাথে তুষার ইমরানের ৪০ রানের কল্যাণে নির্ধারিত ওভার শেষে ২৩১ রানের পুঁজি পায় রুপগঞ্জ। মোহামেডানের হয়ে এদিন মাত্র ৪৪ রানেই পাঁচ উইকেট তুলে নেন সদ্যই অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেলা আসা পেসার কাজী অনিক।
২৩২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে রুপঞ্জের মতো শুরুটা পেলেও ধরে রাখতে পারেনি সাদাকালোরা। দলীয় ৪৮ রানে ওপেনার রনি তালুকদার ও ৫৭ রানে সালমান বাট ফিরে গেলেও শামসুর রহমান (৩৪), ইরফান শুক্কুর (১৯) ও রাকিবুল হাসানের (৩২) ব্যাটে জয়ের স্বপ্ন দেখছিল মোহামেডান।
এরপর মোশাররফ হোসেনের বলে রীতিমত গুঁড়িয়ে যায় মোহামেডানের মিডল-অর্ডার। দলীয় ১৫২ রানেই ছয় উইকেট হারিয়ে ধুকতে থাকা মোহামেডান শেষ পর্যন্ত অল-আউট হয়ে যায় ১৬৯ রানেই। ফলে ৬২ রানে জিতে টুর্নামেন্টে নিজেদের প্রথম জয় তুলে নেয় লিজেন্ড অফ রুপগঞ্জ।
সংক্ষিপ্ত স্কোরঃ
লিজেন্ড অফ রুপগঞ্জঃ ২৩১/৭ (৫০ ওভার) আব্দুল মাজিদ ৭০, অভিষেক মিত্র ৪৫* তুষার ইমরান ৪০, কাজী অনিক ৫/৪৪, এনামুল হক ২/৩৮
মোহামেডান স্পোর্টিং ক্লাবঃ ১৬৯/১০ (৪৪.৩ ওভার) শামসুর রহমান ৩৪, রাকিবুল হাসান ৩২, রনি তালুকদার ৩০, মোশাররফ হোসেন ৪/৩০, মোহাম্মদ শহিদ ৩/৩৩, আসিফ হাসান ৩/৩৭
ফলাফলঃ লিজেন্ড অফ রুপগঞ্জ ৬২ রানে জয়ী
ম্যাচসেরাঃ আব্দুল মাজিদ (লিজেন্ড অফ রুপগঞ্জ)