

সর্বকালের সেরাদের ক্লাবে ইতোমধ্যে ঢুকেছেন কিনা এটা এখনই নিশ্চিত করে কিছু না বলা গেলেও সময়ের সেরাদের সেরা তিনি এটা নিশ্চিত। মানচিত্রের ছোট্ট বাংলাদেশকে উচিয়ে ধরেছেন ক্রিকেট বিশ্বে। বলছি বিশ্ব জয় করা এক যোদ্ধার কথা। তিনি আর কেউ নন, সাকিব আল হাসান নাম তাঁর। সাকিব আবারো ফিরে পেয়েছেন তার হারানো মসনদ। আবারো তিনি ক্রিকেটের সবগুলো ফরম্যাটে সেরাদের সেরা, নাম্বার ওয়ান অলরাউন্ডার।
ত্রিদেশীয় সিরিজে প্রতি ম্যাচেই ছাপিয়ে গেছেন নিজেকে। কখনো ব্যাট হাতে, আবার কখনো বল হাতে আবার কখনোবা নজরকাড়া ফিল্ডিং দিয়ে দাপিয়ে বেড়িয়েছেন সারা মাঠ। প্রয়োজনের সময় হাত রেখেছেন অধিনায়ক মাশরাফির কাঁধে। যদিও ফাইনাল ম্যাচে আঙুলে চোট পেয়ে মাঠ ছেড়ে যেতে হয়েছিল তার।
চোট পেয়ে আপাতত আছেন দলের বাইরে। খেলা হবেনা শ্রীলঙ্কার সাথে প্রথম টেস্টে। কিন্তু নতুন র্যাংকিং তার জন্য বয়ে এনেছে সুসংবাদ। টেস্ট, টি-টোয়েন্টির পর ওয়ানডে অলরাউন্ডার র্যাংকিংয়েও তিনি শীর্ষে ফিরেছেন। মোহাম্মদ হাফিজকে সরিয়ে তিনি তার হারানো স্থায় ফিরে পেয়েছেন। ৩৬০ রেটিং পয়েন্ট নিয়ে এখন এক নম্বরে সাকিব, ৩৩৯ পয়েন্ট নিয়ে দুইয়ে হাফিজ।
ব্যাটিংয়ে এগিয়েছেন সাকিব, আছেন ৩০ নম্বরে। বাংলাদেশীদের মধ্যে সেরা র্যাংকিং তামিমের। ১৬ নম্বর অবস্থানে আছেন বাংলাদেশের এই সেরা ওপেনার।
বোলারদের র্যাঙ্কিংয়ে ১২ ধাপ এগিয়ে মুস্তাফিজুর রহমান উঠে এসেছেন ১৯ নম্বরে। বাংলাদেশের অধিনায়ক মাশরাফি আছেন দুই ধাপ এগিয়ে ২৪ নম্বর অবস্থানে।