

ওয়ানডে সিরিজের আগে টেস্টে ৪-০ তে পরাজিত হয়ে ইংল্যান্ডের অনেকটা ভয়ে জড়সড়। কিন্তু খেলা শুরু হওয়ার পর অস্ট্রেলিয়ার প্রথমে ব্যাট করে তিনশো ছাড়ানো স্কোর ইংল্যান্ড পার করেছে অনায়াসে। যেখানে মাঠের দর্শক উপভোগ করছে জেসন রয়ের এক মহাকাব্যিক ইনিংস।
শুরুতেই টস ভাগ্য ইংলিশদের সাথে। টস জিতে স্টিভেন স্মিথদের ব্যাটিংয়ে পাঠান অধিনায়ক মরগান। নির্ধারিত ওভার শেষে স্কোরবোর্ডে ৮ উইকেটে ৩০৪ রান তোলে অজিরা। ফিঞ্চের ব্যাট থেকে আসে ১১৯ বলে ১০৭। অর্ধশতক হাঁকান মিচেল মার্শ (৫০) ও স্টয়নিস (৬০)। টিম পেইন করেন ২৭। এছাড়া স্মিথ ২৩ রান করেন।
প্লাঙ্কেট ৩টি ও আদিল রশিদ পান পান ২ উইকেট।
৩০৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ৬০ রানে দ্বিতীয় হারালেও রুটকে সাথে নিয়ে রয়ের ২২১ রানের জুটি ম্যাচ নিজের গ্রিপে নিয়ে নেয়। ১৫১ বলে ১৮০ রান করে রয় ফিরলেও রুট অপরাজিত থাকেন ৯১ রানে। ৭ বল বাকি থাকতেই ইংল্যান্ড ম্যাচ জিতে নেয় ৫ উইকেটে।
দু’টি করে উইকেট নেন মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স।
আগামী শুক্রবার ব্রিজবেনে হবে দ্বিতীয় ওয়ানডে।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া: ৫০ ওভারে ৩০৪/৮
ফিঞ্চ ১০৭, ওয়ার্নার ২, স্মিথ ২৩, হেড ৫, মার্শ ৫০, স্টয়নিস ৬০, পেইন ২৭, কামিন্স ১২,
ওকস ১/৬৫, উড ১/৪৯, প্লানকেট ৩/৭১, রশিদ ২/৭৩, মইন ১/৩৯
ইংল্যান্ড: ৪৮.৫ ওভারে ৩০৮/৫, রয় ১৮০, বেয়ারস্টো ১৪, হেলস ৪, রুট ৯১*, মর্গান ১, বাটলার ৪,
স্টার্ক ২/৭১, কামিন্স ২/৬৩, টাই ০/৪৩, স্টয়নিস ১/৩৩,
ম্যান অব দ্য ম্যাচ জেসন রয়