লারাকে টপকে গেলেন কুক

featured photo1 20
Vinkmag ad

গতকাল অপরাজিত ছিলেন ১০৪ রান করে। আর তাতেই লঙ্কান গ্রেট মাহেলা জয়াবর্ধনেকে টপকে গিয়েছিলেন। বক্সিং ডে টেস্টের আজকের দিন শেষে অ্যালিস্টার কুক অপরাজিত ২৪৪ রান করে। আজ পেছনে ফেলেছেন দুই ক্যারিবীয় গ্রেট শিবনারায়ন চন্দরপাল ও ব্রায়ান চার্লস লারাকে। 

DSHZ e V4AAf8Pa
ডাবল সেঞ্চুরি পূর্ণ করার পর কুক

অ্যালিস্টার কুকের টেস্ট ক্যারিয়ারে এখন রান সংখ্যা ১১,৯৫৬*, যা কিনা ব্রায়ান লারার (১১,৯৫৩) টেস্ট রানের চেয়ে ৩ বেশি, চন্দরপালের (১১,৮৬৭) চেয়ে  ৮৯ রান বেশি। কুক এখন টেস্ট ক্রিকেটের ৬ষ্ঠ সর্বোচ্চ রানের মালিক।

55911
কুকের আগে লারাও অস্ট্রেলিয়ার মাটিতে দুইটি ডাবল সেঞ্চুরি করেছিলেন

৬ষ্ঠ সর্বোচ্চ টেস্ট রানের মালিক হওয়ার দিনে কুক অপরাজিত আছেন ২৪৪ রানে। এটি ইংলিশ ওপেনারের ক্যারিয়ারে ৫ম ডাবল সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার মাটিতে ২য়। ওয়ালি হ্যামন্ড, ব্রায়ান লারার পর তৃতীয় ব্যাটসম্যান হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে দুইটি করে ডাবল সেঞ্চুরির মালিক হয়েছেন কুক।

ইতোমধ্যেই কুকের এই ইনিংস অস্ট্রেলিয়ার মাটিতে ব্যক্তিগত সর্বোচ্চ রানের তালিকার ৫ নম্বরে অবস্থান করছে। ২০১৫ সালে রস টেলর ২৯০ রানের ইনিংস খেলেছিলেন, ১৯০৩ সালে টিপ ফস্টার খেলেছিলেন ২৮৭ রানের ইনিংস। ১৯৯৩ সালে অজিদের মাঠে ২৭৭ রানের ইনিংস খেলেছিলেন ব্রায়ান লারা, ১৯২৮ সালে ওয়ালি হ্যামন্ডের ২৫১ রানের ইনিংস তো এখন কুকের ধরাছোঁয়ার মধ্যেই।

টেস্টে সর্বোচ্চ রানের মালিকগণঃ

শচীন টেন্ডুলকার- ১৫,৯২১
রিকি পন্টিং- ১৩,৩৭৮
জ্যাক ক্যালিস- ১৩,২৮৯
রাহুল দ্রাবিড়- ১৩,২৮৮
কুমার সাঙ্গাকারা- ১২,৪০০
অ্যালিস্টার কুক- ১১,৯৫৬*

Shihab Ahsan Khan

Shihab Ahsan Khan, Editorial Writer- Cricket97

Read Previous

কর্পোরেট ক্রিকেটের শুরুর দিনে পপুলার ওয়ান্ডার্সের বাজিমাত

Read Next

দর্শককে মারধর করে শাস্তির আশঙ্কায় সাব্বির

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share