দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ভারতের দল ঘোষণা

ind2
Vinkmag ad

 

২০১৮ এর ফেব্রুয়ারির শুরুতে দক্ষিণ আফ্রিকায় সাথে ভারতের ছয় ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হতে যাচ্ছে। আজ শনিবার বিসিসিআই ঘোষণা করেছে ১৭ সদস্যের ওয়ানডে দল।

cricket international lanka match india first one b7944050 8758 11e7 a194 d8b7abb7611c
ছবিঃ সংগৃহীত

বিয়ে, হানিমুনের বিরতি কাটিইয়ে দলে ফিরেছেন অধিনায়ক বিরাট কোহলি। কিছু দিন থেকে অফ ফর্মে থাকা উমেশ যাদবকে চলে যেতে হয়েছে দলের বাইরে। তার জায়গায় তরুণ পেসার শারদুল ঠাকুর দলে জায়গা পেয়েছেন। সাথে পেস অ্যাটাকে যুক্ত হয়েছেন মোহাম্মদ সামি আহম্মেদ। সামি শেষ ওয়ানডে খেলেছেন সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।

দল থেকে ছিটকে গিয়েছেন কে রাহুল। যদিও শ্রীলঙ্কারর সাথে দারুণ ফর্মে ছিলেন রাহুল। আবারো উপেক্ষিত সুরেশ রায়না। ফিটনেস টেস্টে উতরে যাওয়ার পরও প্রাশাদের নেতৃত্বাধীন নির্বাচক কমিটির মন গলাতে পারেননি সুরেশ রায়না।

ভারতের স্কোয়াডঃ বিরাট কোহলি(অধিনায়ক), রোহিত শর্মা, শেখর ধাওয়ান, আজিঙ্কা রাহানে, শ্রেয়াস আয়ার, মানিশ পান্ডে, কেদার যাদব, দীনেশ কার্তিক, এমএস ধোনি, হার্ডিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদ্বীপ যাদব, যুবেন্দ্র চাহাল, ভুবেনেশ্বর কুমার, জাসপ্রিত ভুমরাহ, মোঃ সামি আহমেদ, শারদুল ঠাকুর।

৯৭ ডেস্ক

Read Previous

নিউজিল্যান্ড সিরিজের জন্য পাকিস্তানের ১৫ সদস্যের ওয়ানডে দল ঘোষণা

Read Next

রান সংগ্রাহকের তালিকার শীর্ষে বিজয়, মেহেদী

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share