সর্বকালের সেরা রেটিংয়ের দ্বারে স্মিথ

received 1280661482079642
Vinkmag ad

কথা ছিল স্পিনার হবেন। দলে স্থানও পেয়েছিলেন একজন স্পিনার হিসেবে। এরপর আস্তে আস্তে বের হতে থাকলো তার ব্যাটিং প্রতিভা। আন্তর্জাতিক অঙ্গনে অস্ট্রেলিয়ার হয়ে একের পর এক ব্যাট হাতে জাদু দেখিয়ে চললেন দলের স্পেশালিস্ট স্পিনার ছেলেটি। সেই ছেলেটিই আজ টেস্ট ব্যাটিংয়ের সেরা র‍্যাংকিং পয়েন্টের দোরগোড়ায়।

smith

ক্রিকেট বিশ্বে ডন ব্র্যাডম্যান অনন্য এবং অসাধারন। তাই এখন পর্যন্ত টেস্ট ক্রিকেটের ব্যাটিংয়ে সবচেয়ে বেশী রেটিং অস্টেলিয়ার স্যার ডন ব্র্যাডম্যানেরই। ঠিক তার ঘাড়েই শ্বাস ফেলছেন অজিদের কাপ্তান স্টিভেন স্মিথ। যার বর্তমান পয়েন্ট ৯৪৫। ১৬ পয়েন্টে পিছিয়ে আছেন সদ্য অ্যাশেজ জেতা এই ব্যাটম্যান।

ব্র্যাডম্যানের সর্বকালের সেরা অর্জন  পয়েন্ট। গেলো টেস্টে ডাবল সেঞ্চুরি করে স্মিথ পিছনে ফেলেছেন পিটার মে, রিকি পন্টিং ও জ্যাক হবস কে। বর্তমানে স্যার বেন হাটন কে নিয়ে তালিকায় যুগ্মভাবে রয়েছেন ২য় সর্বোচ্চ হিসেবে।

এক নজরে সর্বকালের সেরাদের টেস্ট রেটিং

ব্যাটসম্যান রেটিং বছর
স্যার ডন ব্র্যাডম্যান (অস্ট্রেলিয়া)    ৯৬১ ১৯৪৮
স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া) ৯৪৫ ২০১৭
স্যার বেন হাটন (ইংল্যান্ড) ৯৪৫ ১৯৫৪
স্যার জ্যাক হবস (ইংল্যান্ড) ৯৪২ ১৯১২
রিকি পন্টিং (অস্ট্রেলিয়া) ৯৪২ ২০০৬
পিটার মে (ইংল্যান্ড) ৯৪১ ১৯৫৬
স্যার ক্লাইড ওয়ালকট (ওয়েস্ট ইন্ডিজ) ৯৩৮ ১৯৫৫
স্যার ভিভ রিচার্ডস (ওয়েস্ট ইন্ডিজ) ৯৩৮ ১৯৮১

৯৭ ডেস্ক

Read Previous

আল আমিন হোসেনের বোলিং অ্যাকশন ত্রুটিপূর্ণ

Read Next

চোট সেরে টেস্ট দলে ফিরলেন ডি ভিলিয়ার্স-স্টেইন

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share