

শারীরিক উচ্চতার সাথে অসাধারণ কব্জির জোর। দ্রুতগতির একজন বোলারদের জন্যে আদর্শিক যে শারীরিক গঠন তার সবই যদি একজন ঘুর্ণি বোলারের থাকে তাহলে ব্যাপারটা কেমন হয় বলুন তো?
রবিচন্দন অশ্বিন যেনো তারই প্রতিফলন। অসাধারণ দক্ষতা আর উপমহাদেশের স্বাভাবিক ফাটা পিচের পুরোপুরি লাভ তুলে নিতে তাই এই দীর্ঘদেহী ঘুর্ণি বোলার কখনও ভুল করেন না। আর সে সুবিধার পুরোটা কাজে লাগিয়ে ঘুর্ণি জাদু দিয়ে সাদা পোশাকে অশ্বিন তুলে নিলেন দ্রুততম ৩০০ উইকেট।
এই ৩০০ উইকেট তুলে নিতে তিনি খেলেছেন মাত্র ৫৪ টি টেস্ট ম্যাচ। তার সবচেয়ে বড় অস্ত্র ক্যারম বলেই লাহিরু গামাগেকে আউট করে তুলে নিলেন নিজের টেস্ট ক্যারিয়ারের ৩০০ তম উইকেটটি।
অশ্বিন যার রেকর্ডটি ভাঙলেন, সেই ড্যানিস লিলি ৩০০ উইকেট নিয়েছিলেন ৫৬ টেস্ট ম্যাচ খেলে। শুধু ৩০০ নয়, লিলির দ্রুততম ২৫০ উইকেটের রেকর্ডও অশ্বিন ভাঙেন লিলির চেয়ে ৩ ম্যাচ কম খেলে, যেখানে অশ্বিন ২০০ উইকেট নিয়েছিলেন দ্বিতীয় দ্রুততম হিসেবে।
অভিষেকে দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নেয়া অশ্বিন নিজের জাত চিনিয়েছেন সব সময়ই। ভারতের হয়ে দ্রুততম দেড়শ উইকেটের রেকর্ডও অশ্বিনের। তবে একশ থেকে দেড়শ যেতে টেস্ট লেগেছে দুটি বেশি। ২৯ টেস্টে নিয়েছেন দেড়শ উইকেট।
সেটি পুষিয়ে দিতেই যেন পরের পঞ্চাশ উইকেট নিয়ে নেন ৭ টেস্টেই। ২৫০ ও ৩০০ উইকেটে তো শুধু ভারতের নয়, ছাড়িয়ে গেলেন ক্রিকেট ইতিহাসের সবাইকে। দিনের শুরুতেই ২৯৯ নম্বর উইকেটটি নিয়ে নিলেও ৩০০ তম উইকেটটির জন্যে অপেক্ষা করতে হয়েছিলো মধ্যাহ্নভোজ পর্যন্ত। শুধু ৩০০ উইকেটই নয়, টানা ৩ বছর ৫০ উইকেট নেয়ার সব মাইলফলকই ছুঁলেন এই বোলার।