

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) সামনে রেখে সিলেটে শুক্রবার (৩ নভেম্বর) অনুশীলন করেছে রংপুর রাইডার্স। প্রতিযোগিতায় শেষ চারে জায়গা করে নেয়াই প্রথম লক্ষ্য বলেছেন দলটির অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
এদিন সকালে দুই ঘণ্টার অনুশীলনে ব্যাট-বল হাতে ঘাম ঝরিয়েছেন রংপুর রাইডার্সের ক্রিকেটাররা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে ম্যাচ ধরে ধরে ভালো খেলার কথা জানান মাশরাফি।
‘আমাদের দলের কম্বিনেশন ভালো। কিন্তু ভালো কিছু পেতে হলে দলের সবাইকে খেলায় সেরাটা দিতে হবে। ম্যাচ বাই ম্যাচ আমাদের ভালো করতে হবে।’
এদিকে, প্রথমবারের মতো সিলেটে পর্দা উঠছে এবারের বিপিএল। সিলেটের মাঠ ও এবারের আয়োজন নিয়ে মাশরাফির কণ্ঠে ইতিবাচক সুর।
‘পূর্বের তুলনায় এই মাঠ এখন অনেক পরিবর্তন হয়েছে। এটি অবশ্যই আন্তর্জাতিক মানের মাঠ।’
‘আমাদের দেশে বাউন্সি উইকেট খুব বেশি সম্ভব হয় না। এছাড়া এবারের বিপিএল মৌসুম আগের থেকেও অনেক গুছিয়ে আয়োজন করা হচ্ছে।’
এবার সর্বোচ্চ পাঁচ বিদেশি খেলোয়াড় দলে খেলতে পারবে। এই ব্যাপারে মাশরাফির অভিমত, ‘আমাদের দেশি ক্রিকেটারদের দলের মান অনুযায়ী যোগ্যতা দেখিয়ে দলে অন্তর্ভুক্ত হতে হবে। তখনই বিদেশি খেলোয়াড়দের খেলার ব্যাপার কমে আসবে।’
বিপিএলের উদ্বোধনী দিনে সন্ধ্যা ৭টায় রাজশাহী কিংসকে মোকাবিলা করবে তারকাসমৃদ্ধ রংপুর রাইডার্স। একই ভেন্যুতে ৮ নভেম্বর (বুধবার) দুপুরে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে রংপুর আর তাদের প্রতিপক্ষ চিটাগাং ভাইকিংস।