

ইংল্যান্ডের নতুন ফাস্ট বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ক্রিস সিলভারউড। আগামী বছরের শুরু থেকে ইংলিশ বোলারদের নিয়ে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবেন তিনি।
এর আগে ইংলিশদের বোলিং কোচের পদে ছিলেন ওটিস গিবসন। পরবর্তীতে তিনি দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেলে তার জায়গাতে নতুনভাবে দায়িত্ব পান সিলভারউড।
বর্তমানে ইংলিশ কাউন্টি দল এসেক্সের প্রধান কোচ সিলভারউড। গত ২৫ বছরের মধ্যে তার অধীনেই প্রথমবারের মতো শিরোপা জিতেছে দলটি। এই রেকর্ডটি তার বোলিং কোচ হিসেবে গুরুত্বপূর্ণ অর্জন এবং ভবিষ্যতে তার অভিজ্ঞতা থেকে ইংল্যান্ড দল উপকৃত হবে বলে আশা করছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।
গত সেপ্টেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের ওয়ানডে দলের সাথে সময় কাটিয়েছেন সিলভারউড। এবার দায়িত্ব পেলেও অ্যাশেজ সিরিজের আগে বোলিং কোচের জায়গা পাবেন না তিনি।
আসন্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে সফরকারীদের বোলিং উপদেষ্টা হিসেবে কাজ করবেন নিউজিল্যান্ডের সাবেক পেসার শেন বন্ড। তার মেয়াদ শেষ হওয়ার পর আগামী নিউজিল্যান্ড সফর থেকে দায়িত্ব নিতে পারেন সিলভারউড।