

পেশা হিসেবে ক্রিকেট বেশ লোভনীয়। টি-টোয়েন্টির যুগে ক্রিকেট খেলে উপার্জন করা যায় বেশ। আয় যখন আছে, আয়করও আছে। নিয়ম অনুযায়ী ক্রিকেটাররাও তাই আয়কর দিয়ে থাকেন।
চলতি অর্থবছরে (২০১৬-১৭) সর্বোচ্চ কর প্রদানের স্বীকৃতি হিসেবে ৩ ক্যাটাগরিতে ১৪১ ব্যক্তি-প্রতিষ্ঠানকে সেরা করদাতা ‘ট্যাক্স কার্ড’ দিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। যেই তালিকায় স্থান পেয়েছেন ক্রিকেটাররাও। খেলোয়াড় ক্যাটাগরিতে সবাইকে ছাড়িয়ে যেখানে শীর্ষে দেশসেরা ওপেনার তামিম ইকবাল খান।

তিনজন ক্রিকেটার এবারে খেলোয়াড় ক্যাটাগরিতে সেরা করদাতা নির্বাচিত হয়েছেন। সেরা করদাতা নির্বাচিত হয়েছেন তামিম ইকবাল। তামিম ইকবালের পরের অবস্থানেই আছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান।
এবারই প্রথম নয়। গত বছরও খেলোয়াড় ক্যাটাগরিতে সর্বোচ্চ করদাতার তালিকার শীর্ষে তামিম ইকবালের নাম ছিলো। গেলোবার দ্বিতীয় অবস্থানে ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, তিনে ছিলেন মাশরাফি বিন মর্তুজা।
তথ্যসূত্রঃ জাগোনিউজ