

আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে ৪৫ বছরের আক্ষেপ ঘোচানো গেলো না এবারো! একদিনের ক্রিকেটে ভারতের মাটিতে প্রথমবারের মত তাদেরই বিপক্ষে দ্বিপাক্ষিক কোন সিরিজ জয়ের দ্বারপ্রান্তে এসেও জয় এলোনা নিউজিল্যান্ডের।
কানপুরে আজ নিউজিল্যান্ডের সাথে নাটকিয় ম্যাচ ৬ রানে জিতে ২–১ এ সিরিজ জিতে নিল ভারত। স্বাগতিকদের দেওয়া ৩৩৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটসম্যানদের দায়িত্বশীল ব্যাটিংয়ে জয়ই দেখছিল নিউজিল্যান্ড। সময়ের সাথে পালা বদলের ম্যাচে দুই দলেরই সুযোগ ছিল সিরিজ জয়ের। শেষ দিকে ভারতের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ হাসি হাসা হলো না কিউইদের।
আজ (রবিবার) কানপুরের গ্রীন পার্ক স্টেডিয়ামে শুরুতে টসে জিতে ভারতকে আগে ব্যাট করার আমন্ত্রণ জানান সফরকারী দলের অধিনায়ক কেন উলিয়ামসন। ভারতের ব্যাটসম্যানরা অবশ্য এদিন ছিল বেশ সাবলীল। শুরুতে শিখর ধাওনের উইকেট হারালেও দ্বিতীয় উইকেট জুটিতে ২৩০ রান যোগ করেন অধিনায়ক ভিরাট কোহলি ও রোহিত শর্মা। স্যাটনারের বলে আউট হওয়ার আগে রোহিত খেলেন ১৪৭ রানের ইনিংস।
রোহিতের আউটের পর পান্ডিয়াও ফিরে যান দ্রুত, পান্ডিয়া আউট হলেও একপ্রান্ত ধরে খেলে নিজের ৩২ তম শতক তুলে নেন ভিরাট কোহলি। দলীয় ৩০২ রানের সময় কোহলি আউট হন ১১৩ রান করে।
এরপর ধোনি ও কেদার জাদবের ব্যাটে নির্ধারিত পঞ্চাশ ওভার শেষে ৬ উইকেটে ৩৩৭ রানের পুঁজি পায় ভারত। দলের হয়ে রোহিত শর্মার ১৪৭ রানের ইনিংসটিই ভারতীয় দলের সর্বোচ্চ ইনিংস। নিউজিল্যান্ডের হয়ে স্যান্টনার, মিলনে ও সাউদি নেন সমান ২টি করে উইকেট।
৩৩৮ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই ইতিবাচক ব্যাট করতে থাকে কিউইরা। দলীয় ৪৪ রানে ওপেনার মার্টিন গাপটিল ব্যক্তিগত ১০ রান করে আউট হলেও কলিন মুনরো ও উইলিয়ামসন মিলে গড়েন ১০৯ রানের জুটি। মুনরো ৭৫ রানে আউট হলে বেশিক্ষণ দাঁড়াতে পারেনি উইলিয়ামসনও। তিনি ফেরেন ৬৪ রান করে।
এরপর রস টেইলর, টম লাথাম ও হেনরি নিকোলাসের ব্যাটে জয়ের দিকেই ছুটছিল সফরকারীরা। তবে পঞ্চম ব্যাটসম্যান হিসাবে হ্যানরি আউট হলেই বদলে যায় পাশার দান। হ্যানরি যখন আউট হন তখন নিউজিল্যান্ডের প্রয়োজন ১৯ বলে ৩১ রান, তবুও লাথামের ব্যাটে বেঁচে ছিল কিউইদের স্বপ্ন।
দলীয় ৩১২ রানে ব্যক্তিগত ৬৫ রানে রান আউটে কাটা পড়েন লাথাম। লাথামের আউটের পর ভারতীয় পেসাররা শেষের দিকের ব্যাটসম্যানদের নিয়ন্ত্রিত বোলিংয়ে চেপে ধরলে স্বপ্ন ভাঙ্গে নিউজিল্যান্ডের। এতে ৬ রানের জয় পায় ভারত।
এই জয়ের ফলে তিন ম্যাচের এই সিরিজ ২–১ এ জিতে নিল স্বাগতিক ভারত। নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৭৫ রান করেন ওপেনার কলিন মুনরো। ভারতের হয়ে বুমরা নেন ৩ উইকেট।
সংক্ষিপ্ত স্কোরঃ
ভারতঃ ৩৩৭/৬ (৫০) রোহিত শর্মা ১৪৭, বিরাট কোহলি ১১৩। স্যান্টনার ২/৫৮, মিলনে ২/৬৪
নিউজিল্যান্ডঃ ৩৩১/৭ কলিন মুনরো ৭৫, টম লাথাম ৬৫। বুমরা ৩/৪৭, চাহাল ২/৪৭
ফলাফলঃ ভারত ৬ রানে জয়ী।
সিরিজঃ ভারত ২-১ ব্যবধানে জয়ী।
ম্যান অফ দ্যা ম্যাচঃ রোহিত শর্মা (ভারত)।
ম্যান অফ দ্যা সিরিজঃ বিরাট কোহলি (ভারত)।