

সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডেতে ইস্ট লন্ডনে মুখোমুখি হয়েছে সফরকারী বাংলাদেশ এবং স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। ম্যাচে টস জিতে বোলিং বেছে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার কাপ্তান ফাফ ডু প্লেসিস।
ইনজুরির কারণে দলে নেই তামিম ইকবাল এবং মুস্তাফিজুর রহমান। তামিমের বদলে দলে সুযোগ মিলেছে সৌম্য সরকারের আর নাসির হোসেনের বদলে খেলছেন মেহেদি হাসান মিরাজ।
স্বাগতিক একাদশেও এসেছে পরিবর্তন। দুই অভিষিক্তর সাথে মাঠে ফিরেছেন টেন্ডা বাভুমাও। এইডেন মারক্রাম নিজের প্রথম ওয়ানডেতে মাঠে নেমেছেন উদ্বোধনী ব্যাটসম্যান হাসিম আমলার বদলে। আর তরুণ অলরাউন্ডার ভিয়ান মুল্ডার খেলছেন নিজের প্রথম ম্যাচ।
বাংলাদেশ একাদশ:
সৌম্য সরকার, ইমরুল কায়েস, লিটন দাস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদ, রুবেল হোসেন।
Tags: দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশ