কিউইদের বিপক্ষে নেই জাদেজা-অশ্বিন

featured photo1 1 83
Vinkmag ad

রবিচন্দন অশ্বিন আর রবীন্দ্র জাদেজা ছাড়া যেখানে গত কয়েকবছর ভারতের কোন ফরম্যাটই কল্পনা করা যেতনা সেই অশ্বিন-জাদেজাকে ছাড়াই নিয়মিত ভারতীয় দল ঘোষণা হচ্ছে। আগামী ২২ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া ঘরের মাঠের ভারত-নিউজিল্যান্ড তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দলে নেই অশ্বিন-জাদেজার কেউই!

india vs new zealand 2016 এর ছবি ফলাফল

শ্রীলঙ্কা সিরিজের ওয়ানডে দলে অশ্বিনের জায়গা হলেও জায়গা হয়নি একাদশে, আর জাদেজা তো দলেই ছিলেন না। তাদের জায়গায় নির্বাচকরা আস্থা রাখছেন কুলদীপ যাদব আর আক্সার প্যাটেলের উপর, তাদের বিকল্প হিসেবে আছেন যুজবেন্দ্র চাহালও।

আসন্ন সিরিজের ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ সেনানী যুবরাজ সিংও। তিনিও সর্বশেষ ওয়ানডে খেলেছেন গত উইন্ডিজ সিরিজে। স্ত্রীর অসুস্থতায় শ্রীলঙ্কা সিরিজের ওয়ানডে মিস করা ওপেনার শিখর ধাওয়ান ফিরেছেন দলে যদিও অষ্ট্রেলিয়া সিরিজের টি-টোয়েন্টি দলেও ছিলেন ধাওয়ান।

চ্যাম্পিয়নস ট্রফি আর উইন্ডিজ সিরিজের দলে থাকা উইকেট রক্ষক ব্যাটসম্যান দিনেশ কার্তিক ফিরলেও শারদুল ঠাকুরের কাছে জায়গা হারালেন পেসার উমেশ যাদব।

২২ শে অক্টোবর থেকে ৭ নভেম্বর পর্যন্ত চলবে নিউজিল্যান্ডের সাথে তিন ম্যাচ ওয়ানডে ও তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজ। এই সিরিজকে সামনে রেখেই ১৫ সদস্যের ভারতীয় দল ঘোষণা করে ভারতীয় ক্রিকেট বোর্ড।

ভারতের ঘন্টা দুয়েক আগে আসন্ন এই সিরিজের জন্য দল ঘোষণা করে নিউজিল্যান্ডও। তবে, কিউইরা ওয়ানডের পাশাপাশি টি-টোয়েন্টির স্কোয়াড দিলেও ভারত ঘোষণা দিয়েছে শুধুই ওয়ানডের ১৫ সদস্যের দল।

১৫ সদস্যের ভারতীয় ওয়ানডে দল:

ভিরাট কোহলি, রোহিত শর্মা, শিখর ধাওয়ান, অজিঙ্কা রাহানে, মনিষ পান্ডে, কেদার যাদব, দিনেশ কার্তিক, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), হারদিক পান্ডিয়া, আক্সার প্যাটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, জাসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার এবং শারদুল ঠাকুর।

৯৭ প্রতিবেদক

Read Previous

বোলিং পরিসংখ্যানে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ওয়ানডে

Read Next

টেস্ট চ্যাম্পিয়নশিপে খুশি বাংলাদেশঃ আকরাম

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share