

ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে তৃতীয় ও শেষ ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করায় আন্তর্জাতিক ক্রিকেটের সংক্ষিপ্ত এই আসরে ১-১ এ সমতা দিয়ে শেষ হলো অজিদের ভারত সফর।

হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে দু’দলের ম্যাচ শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়। মাঠের আউটফিল্ড ভেজা থাকাতে নির্দিষ্ট সময়ে টসে নামতে পারেনি দুই দলের অধিনায়ক।
স্টেডিয়ামের নিয়োজিত কর্মীরা নির্ধারিত সময়ের দেড় ঘন্টা পর পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করেও খেলার উপযুক্ত করতে পারেনি মাঠকে, যার ফলে কয়েক দফা আউটফিল্ড পরিদর্শন শেষে ম্যাচ রেফারি স্যার রিচি রিচার্ডসন বাধ্য হয়ে সিরিজের শেষ টি-টোয়েন্টিটি পরিত্যক্ত ঘোষনা করে দেন।
সিরিজ নির্ধারনী শেষ ম্যাচটির কোন বল মাঠে না গড়ালে ৩ ম্যাচ সিরিজটি ১-১ এ সমতায় শেষ হয়। এর আগে রাঁচিতে সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে বৃষ্টি আইনে ৯ উইকেটে হারায় স্বাগতিকরা।
সিরিজের দ্বিতীয় ম্যাচটিতে অবশ্য ঘুরে দাঁড়াই সফরকারীরা, ৮ উইকেটের বিশাল জয় নিয়েই সমতাই ফেরেন সিরিজে। সেই ম্যাচের পরেই ভারতীয় ক্রিকেট সমর্থক গোষ্ঠী ক্ষু-ব্ধ হয়ে হা-ম-লা চালায় অস্ট্রেলিয়া টিম বাসে। ভেজা মাঠের কারনে শেষ ম্যাচটি আর মাঠে না গড়ানোয় এবার শূন্য হাতেই ভারত ছাড়তে হচ্ছে অস্ট্রেলিয়াকে।
পাঁচ ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের কোনটাই জেতা হলো না স্মিথ-ওয়ার্নারদের। ২০ ওভারের সিরিজটি ১-১ হলেও কোহলি-পান্ডিয়াদের কাছে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের চার ম্যাচ হেরে স্বাগতিকদের কাছে সিরিজ খুইয়েই দেশে ফেরার বিমান ধরবে অজিরা।